ডিমটা কি নষ্ট? জেনে নিন কী ভাবে সহজে চিনবেন

ইদানীং ডিমের দাম যে অনেক বেশি! এমন পরিস্থিতিতে ডিম কেনার ক্ষেত্রে সতর্ক হওয়াটা আরও জরুরি। আসুন জেনে নেওয়া যাক নষ্ট ডিম চিনে নেওয়ার কিছু উপায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১৯:৩৯
Share:
০১ ০৬

ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো ভিজিয়ে রাখুন। এমন ভাবে ভেজাবেন যেন ডিমগুলো জলের অনেক নীচে থাকে। ভাল ডিমগুলো কিছু ক্ষণের মধ্যেই জলে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

০২ ০৬

একই ভাবে আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

Advertisement
০৩ ০৬

একই ভাবে আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

০৪ ০৬

একই ভাবে আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

০৫ ০৬

ডিমটিকে একটি সমান প্লেটের উপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভাল রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।

০৬ ০৬

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেওয়া যায় ডিমটি নষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement