Lip exfoliation tips

ঠোঁটের আর্দ্র ভাব বজায় রাখতে হলে আগে মৃতকোষ মুক্ত করা দরকার, ৩টি উপায়ে তা সম্ভব

ঠোঁটের মৃতকোষ দূর করার জন্য এক্সফোলিয়েশন করা খুবই জরুরি। সপ্তাহে এক থেকে দু'বার আলতোভাবে এক্সফোলিয়েট করলে ঠোঁট নরম ও মসৃণ থাকে। খুব সহজ কয়েকটি ঘরোয়া উপায়েই তা করা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৩২
Share:

লিপবাম ব্যবহারের আগে যা করা দরকার। ছবি : সংগৃহীত।

ঠোঁটে নানা রকম লিপ বাম বা ময়েশ্চায়ারাইজ়ার ব্যবহার করা তো অনেক পরের কথা। আগে দেখতে হবে, যে ত্বকের উপর ওই ময়েশ্চরাইজ়ার, ক্রিম বা বাম লাগানো হচ্ছে, তা পরিচ্ছন্ন রয়েছে কি? সেটা আগে জানা দরকার। কারণ ত্বকের উপরে যদি থাকে মৃতকোষের আস্তরণ, তবে তার উপরে লিপবাম লাগিয়েও বিশেষ কাজ হবে না।

Advertisement

ঠোঁটের মৃতকোষ দূর করার জন্য এক্সফোলিয়েশন করা খুবই জরুরি। সপ্তাহে এক থেকে দু'বার আলতোভাবে এক্সফোলিয়েট করলে ঠোঁট নরম ও মসৃণ থাকে। খুব সহজ কয়েকটি ঘরোয়া উপায়েই তা করা যায়।

১.চিনি ও মধু

Advertisement

উপকরণ: ১ চা চামচ চিনি, ১ চা চামচ মধু এবং সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল।

ব্যবহার: সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে খুব হালকা হাতে বৃত্তাকারে ২ মিনিট ঘষুন। তারপর উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। শেষে একটি ভালো লিপ বাম লাগিয়ে নিন।

২. কফি ও মধু

উপকরণ: ১ চা চামচ কফি গুঁড়ো, ১ চা চামচ মধু এবং সামান্য নারকেল তেল।

ব্যবহার: সব উপকরণ মিশিয়ে ঠোঁটে লাগান। ২-৩ মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ঠোঁট ধুয়ে একটি ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন।

৩. টুথব্রাশ

উপকরণ: একটি পরিষ্কার, নরম টুথব্রাশ এবং সামান্য পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম।

ব্যবহার: প্রথমে ঠোঁটে সামান্য লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঠোঁটকে নরম করুন। এরপর একটি নরম টুথব্রাশ হালকা গরম জলে ভিজিয়ে নিন। এই টুথব্রাশ দিয়ে ঠোঁটে খুব সাবধানে এবং আলতোভাবে বৃত্তাকারে ঘষুন। জোরে ঘষা একদমই উচিত নয়, তাতে ঠোঁটের ক্ষতি হতে পারে। ২ মিনিট পর ধুয়ে নিন এবং ঠোঁটে ভালো করে লিপ বাম লাগিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement