Herbal Oil for Hair Growth

মাথা আঁচড়ালেই চুল পড়ছে? বাড়িতে তৈরি একটি তেলে মিটতে পারে সমস্যা

চুলে একটি ভেষজ তেল লাগিয়ে দেখতে পারেন। যা সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ওই তেলে রয়েছে চুলের প্রয়োজনীয় সমস্তরকম পুষ্টিগুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:৩০
Share:

ছবি : সংগৃহীত।

মাথায় হাত দিলেই হাতে চুল উঠে আসছে? শ্যাম্পু করার পরে চুল আঁচড়ালে চিরুনির দিকে তাকিয়ে কান্না পাচ্ছে কি? জীবন যাপনের নানা অনিয়মের প্রভাব চুলে পড়তেই পারে। যার ফলে ক্রমশ পাতলা হয়ে আসে চুল। যা দেখে মানসিক সমস্যাতেও ভুগতে শুরু করেন অনেকে। তবে এই সমস্যার সমাধান নেই তা নয়।

Advertisement

অনেক সময়েই শারীরিক নানা কারণ থাকে চুল ওঠার। তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। তবে তার আগে চুলে একটি ভেষজ তেল লাগিয়ে দেখতে পারেন। যা সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ওই তেলে রয়েছে চুলের প্রয়োজনীয় সমস্তরকম পুষ্টিগুণ। সপ্তাহে ২-৩ দিন ওই তেল মাথার ত্বকে লাগিয়ে রেখে ঘণ্টা খানেক পরে শ্যাম্পু করে নিলেই তফাত বোঝা যাবে। অবশ্য এই তেল চুল পড়ার সমস্যা হলে নয়, যে কেউ চুলের পুষ্টির জন্য ব্যবহার করতে পারেন।

কী ভাবে বানাবেন?

Advertisement

উপকরণ: ১ কাপ নারকেল তেল

২ টেবিল চামচ আমলকি বাটা

২ চা চামচ মেথিদানা গুঁড়িয়ে নেওয়া

৫-৬টি জবা ফুলের পাপড়ি ও কুঁড়ি থেঁতো করে নেওয়া

১৫-২০টি কারি পাতা

২-৩ টেবিল চামচ পেঁয়াজের রস

প্রণালী: একটি লোহার কড়াইয়ে নারকেল তেল অল্প আঁচে গরম করুন।

তাতে আমলকি বাটা, থেঁতো করে নেওয়া জবাফুল, মেথির গুঁড়ো এবং কারিপাতা দিয়ে আঁচ একদম কম রেখে ১০-১৫ মিনিট ফুটতে দিন।

সবক’টি উপকরণ তেলের সঙ্গে মিশে গেলে তেলের রং ধীরে ধীরে গাঢ় হবে।

কারিপাতা, জবাফুল তেলে ভেজে মুচমুচে আর বাদামি হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।

তেল ঠান্ডা হলে ছেঁকে নিয়ে তাতে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগান। প্রতিবার ওই তেল ব্যবহারের আগে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement