Eye Makeup Tips

দীপাবলির দিন শখ করে আইশ্যাডো পরবেন? প্রথম বার পরলে ধাপে ধাপে শিখে নিন পদ্ধতি

আইশ্যাডো পরতে ভালবাসেন? কী ভাবে সুন্দর করে আইশ্যাডো পরতে হয়, সে পদ্ধতি জানা না থাকলে কিন্তু দেখতে ভাল লাগবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:১৫
Share:

আইশ্যাডো পরার পদ্ধতি ধাপে ধাপে শিখে নিন। ছবি: ফ্রিপিক।

দীপাবলিতে জমকালো সাজগোজ করবেন বলে ভেবে রেখেছেন। সুন্দর করে আইশ্যাডো পরার পরিকল্পনাও আছে। তবে যদি প্রথম বার পরেন, তা হলে নিয়ম জানতে হবে। আইশ্যাডো লাগাতেই যদি গণ্ডগোল হয়ে যায়, তা হলেই বিপত্তি ঘটতে পারে। আপনার চোখের রং যাতে হাস্যকর বা দৃষ্টিকটু না লাগে, তার জন্য প্রয়োজন কিছু নিয়ম মেনে চলার। তার জন্য কিছু পদ্ধতি শিখে রাখুন।

Advertisement

আইশ্যাডো পরার পদ্ধতি শিখে নিন

প্রথমে লাগান প্রাইমার

Advertisement

ফাউন্ডেশন লাগানোর আগে যেমন প্রাইমার লাগান, চোখের মেপআপ করার আগেও সামান্য আই প্রাইমার লাগিয়ে নেওয়া প্রয়োজন। না হলে চোখে মেকআপ দীর্ঘস্থায়ী হবে না।

শিমার লাগান বুঝেশুনে

খুব চকচকে আইশ্যাডো লাগালে শিমারের ব্যবহার জেনে নিতে হবে। হালকা রং আর গাঢ় রঙের মাঝে যদি হঠাৎ শিমার লাগিয়ে ফেলেন, তা হলে খুব চোখে পড়বে। তাই মাঝে না লাগিয়ে হালকা রঙের আইশ্যাডোর উপর তেমনই হালকা রঙের শিমার লাগিয়ে নিন।

কেমন রং ব্যবহার করবেন?

বাদামি রং কালো বা ধূসর রঙের তুলনায় আরও নরম একটা লুক দেয়। যা অস্বাভাবিক দেখতে লাগে না। হালকা থেকে গাঢ় বাদামি শেডের মিশ্রণ ব্যবহার করে দারুণ স্মোকি লুক তৈরি করা যায়, যা দিনের বেলার জন্যও ভাল হবে।

ন্যুড, ট্যান বা খয়েরি রঙের মতো নিউট্রাল শেড স্মোকি আই মেকআপের ভালো বেস হতে পারে। এগুলো গাঢ় রঙের সঙ্গে হালকা রং মেলাতে সাহায্য করে। গাঢ় বেগনি, নীল, সবুজ রঙের আইশ্যাডো দিয়েও তৈরি করতে পারেন স্মোকি আইজ় লুক।

সহজ টোটকা

আপনি কী ধরনের আইশ্যাডো লাগাচ্ছেন, তার উপরে অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে লাগিয়ে নিন। তার পর পরিষ্কার ব্রাশ দিয়ে বা অন্য আঙুল দিয়ে বাড়তি রং মুছে ফেলুন।

একাধিক রঙের ব্যবহার করা যেতে পারে। বা একই রং কোথাও বেশি, কোথাও কম ব্যবহার করে চোখের সুন্দর জায়গাগুলিকে আরও স্পষ্ট করে তুলতে পারেন। তবে রং আরও দীর্ঘস্থায়ী করতে নীচে ব্যবহার করা যেতে পারে পাউডার। বিশেষ করে, তৈলাক্ত ত্বকে এতে সুবিধা হবে।

পোশাকের সঙ্গে অবশ্যই মানানসই হতে হবে আইশ্যাডোর রং। আবার পোশাকের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করেও আইশ্যাডো লাগাতে পারেন। আইশ্যাডো গাঢ় রঙের হলে চোখের নীচে কাজল না পরলেও চলে। একই সঙ্গে, চোখের উপরে ও নীচে ভারী মেকআপ ভাল দেখাবে না, তা খেয়াল রাখতে হবে।

আইশ্যাডোর ব্লেন্ডিং খুব ভাল হতে হবে। না হলে ভাল দেখাবে না। বিশেষ করে যখন চোখের উপরে দুটো রং একসঙ্গে ব্যবহার করবেন, তখন বিশেষ যত্ন নিয়ে মেশাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement