Life style news

নিমের এই আটটি গুণের কথা জানতেন?

শরীরের বাইরের ছোটখাটো সমস্যা থেকে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা, সবেতেই কাজে লাগে নিম।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০৯:৫৪
Share:
০১ ০৮

চুল পড়া এবং ত্বকের র‌্যাশ বা ব্রণ কমাতে সাহায্য করে নিম। নিম পাতা বাটা কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যায়।

০২ ০৮

নিম পাতা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটিরিয়াল। ওয়ার্ট বা চিকেন পক্স হলে নিম পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

Advertisement
০৩ ০৮

নিম পাতা রসে ভেজা তুলো বালিশের পাশে রাখুন। এতে পোকা-মাকড় আসবে না।

০৪ ০৮

মশা তাড়াতে ঘরে নিম পাতা জ্বালিয়ে রাখুন।

০৫ ০৮

নিমের খাদ্যগুণও অনেক। রোজ নিম পাতা খেলে জ্বরের প্রবণতা কমে। বিশেষ করে ম্যালেরিয়া থেকে রক্ষা পাওয়া যায়।

০৬ ০৮

নিমের সরু ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভাল। মাড়ি শক্ত হয় এবং দাঁতে সংক্রমণ হয় না।

০৭ ০৮

নিম পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

০৮ ০৮

কোনও অংশে কেটে গেলে বা কোনও ভাবে জখম হলে অনেকেই সেখানে নিম পাতা বেটে লাগান। এতে জখম তাড়াতাড়ি সেরে ওঠে এবং কাটার দাগ থাকে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement