Lifestyle Gallery

বর্ষায় পেট ঠিক রাখতে কী কী করবেন, জেনে নিন

এই ভরা বর্ষায় পেটের রোগ হওয়াটাই যেন খুব স্বাভাবিক ঘটনা। পেট গুড়গুড়, তলপেটে ব্যথা, গ্যাস হওয়া, প্রায়শই এ সবের সমস্যা হয়। কী ভাবে কাটিয়ে উঠবেন সে সব? বর্ষার মরসুমে সুস্থ থাকতে কী কী মেনে চলবেন তা জেনে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ১১:০০
Share:
০১ ০৮

এই ভরা বর্ষায় পেটের রোগ হওয়াটাই যেন খুব স্বাভাবিক ঘটনা। পেট গুড়গুড়, তলপেটে ব্যথা, গ্যাস হওয়া, প্রায়শই এ সবের সমস্যা হয়। কী ভাবে কাটিয়ে উঠবেন সে সব? বর্ষার মরসুমে সুস্থ থাকতে কী কী মেনে চলবেন তা জেনে নিন।

০২ ০৮

বেশি মিষ্টি, অ্যালকোহল, কফি বা ফ্যাটি ফুড এড়িয়ে চলুন। অনেকের আবার ভুট্টা, সয়াবিন, ডিম বা ডেয়ারি প্রোডাক্টস-এ পেটের অবস্থা খারাপ হয়। সে ক্ষেত্রে এ ধরনের গ্লুটেন-ফ্রি খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

Advertisement
০৩ ০৮

ব্রকোলি, ফুলকপি, পেঁয়াজ, ডাল, বিনস খেলে গ্যাসের সমস্যা হতে পারে। ফলে বর্ষার সময় যত দূর সম্ভব এগুলি এড়িয়ে চলুন।

০৪ ০৮

প্রতি দিনের ডায়েটে ফাইবারযুক্ত খাবার রাখা ভাল। তবে ভুট্টার মতো ফাইবারযুক্ত দানাশষ্য এড়িয়ে চলুন। এর বদলে ওটস, বার্লি, বেগুন, গাজর, রাঙাআলু, আঙুর, স্ট্রবেরি, কমলালেবু, কলা, পেয়ারা খেতে পারেন। সহজপাচ্য ছাডা়ও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেই সঙ্গে এই সময়ে ফলের খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করুন।

০৫ ০৮

একসঙ্গে গরম বা অতিরিক্ত ঠান্ডা খাবার খাবার খাবেন না। যেমন, লাঞ্চ করতে বসে বরফ ঠান্ডা জল বা গরম স্যুপ এড়িয়ে চলুন। এ ছা়ড়া, ড্রাইভিং বা কাজ করতে করতে অথবা তাড়াহুড়ো করে কোনও খাবার খাবেন না। তাতে হজমের গোলমাল হয়।

০৬ ০৮

যতই ব্যস্ত থাকুন, প্রতি দিন অন্তত আধ ঘণ্টা ব্যায়াম করুন। এতে কোষ্ঠকাঠিন্য দূর হওয়ার পাশাপাশি স্ট্রেস কম হবে।

০৭ ০৮

পেটের সমস্যার সঙ্গে স্ট্রেস-এর সরাসরি যোগ রয়েছে। অতিরিক্ত স্ট্রেস হলে নাড়ির গতির সঙ্গে সঙ্গে রক্ত চলাচল বেড়ে যায়। এতে পেটের সমস্যা বাড়তে পারে। জীবনযাত্রায় হেরফের ঘটিয়ে স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করুন।

০৮ ০৮

সব শেষে, পেটের সমস্যা কাটাতে প্রচুর পরিমাণ জল খান। এ ছাড়া, ক্যামোমাইল চা খান। এতে পেশির খিঁচুনি ধরা কম হবে। পেটের পেশিরও রিল্যাক্সড থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement