Lifestyle News

সুস্থ থাকতে উইকএন্ডে কী কী করবেন না

হপ্তা জুড়ে হাড়ভাঙা খাটুনির পর ছুটির অবসরে অনেকেই বালিশের কোলে আশ্রয় নেন। অনেকে আবার ডায়েটের বেড়াজাল ভেঙে ফেলে খেয়ালখুশি মতো খেতে শুরু করেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৭:১৮
Share:
০১ ০৬

রবিরার মানেই ছুটির দিন। অতএব অনেকেই ডায়েটের তোয়াক্কা করেন না।<br> সারা সপ্তাহ ডায়েট মেনে চললেও রবিবার এলেই ইচ্ছেমতো বাইরের খাবার খাওয়ার<br> প্রবণতা থাকে অনেকেরই। অনেকে আবার জিমের পথও মাড়ান না।<br> এর ফলে সপ্তাহের শুরুতেই শরীরস্বাস্থ্য বিগড়ে যেতে পারে।

০২ ০৬

উইকএন্ডের অবসর মানেই বন্ধুবান্ধবদের সঙ্গে বসে দেদার মদ্যপান— এমনটা মনে করবেন না যেন।<br> অতিরিক্ত মদ্যপানের হ্যাংওভার থাকতে পারে সপ্তাহের শুরুতেও। ফলে তাতে আপনার<br> অফিসের কাজে প্রভাব পড়তে পারে। উইকএন্ডে সোডা মেশানো ককটেল এড়িয়ে চলুন।<br> ক্যালোরি বেশি থাকায় এ ধরনের ড্রিংকসে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।

Advertisement
০৩ ০৬

ছুটির দিনে কব্জি ডুবিয়ে খাওয়ার ভুল অনেকেই করেন। খান,<br> তবে একটু রয়েসয়ে। ঘুমোনোর অন্তত তিন-চার ঘণ্টা আগে রাতের<br> খাবার খান। রাতের খাবারে পাস্তা বা পাউরুটির মতো কার্ব এড়িয়ে চলুন।

০৪ ০৬

চপ-কাটলেট-তেলেভাজা-এগরোল দিয়ে সন্ধের উইকএন্ডের আড্ডা জমাবেন না। আড্ডা দিন<br> তবে সঙ্গে রাখুন পুষ্টিকর খাবার। ফ্রুট স্যালাড বা ব্রেড স্যান্ডউইচ জলখাবার সারতে পারেন।

০৫ ০৬

অফিসের চাপে পড়ে অনেকেই সারা সপ্তাহের কাজের দিনগুলিতে ভাল করে ঘুমোতে পারেন না।<br> ফলে উইকইন্ডের ছুটিতে অনেকেই সারা দিন ধরে বিছানায় কাটান। স্লিপ এক্সপার্টরা একে<br> ‘সোশ্যাল জেটল্যাগ’ আখ্যা দিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, এতে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।

০৬ ০৬

সারা সপ্তাহের অনিয়মের ফলে উইকএন্ডে এসে পর্যাপ্ত বিশ্রাম নিন। ডিটক্স ডায়েট ছাডাও পান<br> করতে পারেন লেমন ওয়াটার। সামান্য গরম জলে মুসাম্বির রস মিশিয়ে তা পান করুন।<br> এতে হজমশক্তি বাড়ার পাশাপাশি শরীর থেকে টক্সিন দূর হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement