Moringa oleifera

ডায়েটে সজনে থাকা মানে ওষুধ ছাড়াই হাজার রোগ থেকে মুক্তি, জানুন এই সবজির ম্যাজিক

সাহেবি কেতায় তাকে বলা হয় ড্রাম স্টিক। খাদ্যরসিক বাঙালির অতিপ্রিয় সজনে। তার ডাঁটা, পাতা, ফুল কিছুই ফেলা যায় না। জেন ওয়াই অবশ্য নাক সিঁটকোয় নাম শুননেই

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১১:১৩
Share:

পাতে রাখুন সজনে।

সাহেবি কেতায় তাকে বলা হয় ড্রাম স্টিক। খাদ্যরসিক বাঙালির অতিপ্রিয় সজনে। তার ডাঁটা, পাতা, ফুল কিছুই ফেলা যায় না। জেন ওয়াই অবশ্য নাক সিঁটকোয় নাম শুনলেই। তবে তার গুণাগুণ জানলে, সিদ্ধান্ত বদলও হতে পারে এই জেনারেশনের।

Advertisement

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই পুরনো পদ পাতে ফিরিয়ে আনতে পারলে ঋতু পরিবর্তনের জেরে শরীর নিয়ে নাজেহাল হতে হবে না। মুক্তি পাওয়া যাবে জ্বরজারি থেকেও।

পুষ্টিবিদ মালবিকা দত্ত জানাচ্ছেন, “সুষম খাবার বলতে যা বোঝায় সজনে হল তাই। সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যলসিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে। রয়েছে অ্যান্টিঅক্সিডান্টও। এই সময়ে রোজ ডায়েটে সজনে রাখলে ঋতু পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে স্বাভাবিক ভাবেই।"

Advertisement

আরও পড়ুন: ভাল থাকার নতুন দাওয়াই গ্রিন থেরাপি, সবুজই বদলে দেবে প্রতিদিনের জীবন​

চোখ রাখা যাক সজনের গুণাগুণে-

বিশেষজ্ঞদের মতে, জলবসন্ত, ডায়েরিয়া, লিভারজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সজনের মধ্যে।

ফসফরাস থাকার কারণে হাড় মজবুত রাখতে সাহায্য করে সজনে।

হার্ট তরতাজা রাখতেও সজনের ভূমিকা অনন্য।

আধুনিক চিকিৎসকরা সজনের মধ্যে হাঁপানি উপশমের উপাদানও চিহ্নিত করেছেন।

রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এই সবজি।

রক্তাল্পতা সারাতে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতেও ডায়েটে সজনে রাখতে পারেন।

আরও পড়ুন: চামড়ার জিনিস অল্প ব্যবহারেই পুরনো দেখাচ্ছে? কী ভাবে ঝাঁ চকচকে করবেন?

রোজ যদি সজনে ডাঁটা চিবোতে ভাল না লাগে, সজনে ফুলের বড়া বা চচ্চরিও চেখে দেখতে পারে। তবে এখন বাজারে সজনের ফুল পাবেন না। তাই ডাঁটাই ভরসা। তবে কোনও ভাবেই ডায়েট থেকে তাকে তাড়ানো যাবে না এই মরসুমে। শরীরটাকে ঠিক রাখতে হবে তো!

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement