নীতা অম্বানী। ছবি : সংগৃহীত।
শাড়ির মতোই গাড়ির প্রতিও খানিক বাড়তি আগ্রহ রয়েছে নীতা অম্বানীর। প্রথমটির ক্ষেত্রে তাঁর প্রেমের কথা মোটামুটি সবারই জানা। কারণ বিদেশে এমনকি, খাস হোয়াইট হাউসেও বল নাচের আসরে আমন্ত্রণ পেলে তিনি পরে যান ভারতীয় ঐতিহ্যবাহী শাড়ি। যা দেখে তাক লেগে যায় বিদেশের ফ্যাশন বোদ্ধাদের। তবে তাঁর দ্বিতীয় প্রেমের ব্যাপারে ততটা আলোচনা হয় না। অথচ নীতাকে তাঁর জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে, মায় দীপাবলিতেও বিদেশি গাড়ি, প্লেন ইত্যাদি উপহার দেন মুকেশ অম্বানী!
মুম্বইয়ে অম্বানীদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’য় গাড়ি রাখার জন্যই বরাদ্দ দু’টি তল। তার মধ্যে নীতার সংগ্রহে থাকা গাড়ির তালিকা বেশ দীর্ঘ। আর সেই তালিকাতেই নবতম সংযোজন একটি রোলস রয়েস গাড়ি।
দুনিয়ার বিলাসবহুল গাড়ির তালিকায় প্রথম পাঁচের মধ্যে একটি হল রোলস রয়েস। সে গাড়ি ভারতীয় অর্বূদপতি মুকেশের স্ত্রীর গ্যারাজে থাকবে, সেটাই স্বাভাবিক। তবে নীতার সংগ্রহে এটিই প্রথম রোলস রয়েস নয়। এর আগে ২০২৩ সালের দীপাবলিতেই নীতাকে একটি রোলস রয়েস উপহার দিয়েছিলেন মুকেশ। সেটির রং ছিল টাস্কান সানশেড অরেঞ্জ। তবে নীতার নতুন রোলস রয়েসটি গোলাপি রঙের, যা রোলস রয়েসের স্পেশ্যাল এডিশন মডেলের একটি।
নীতার গোলাপি রোলস রয়েসের দাম কত? ছবি: সংগৃহীত।
হলিউডের সিনেমায় গোলাপি রোলস রয়েসে চড়তে দেখা গিয়েছিল বার্বিকে। তবে বাস্তবে রোলস রয়েসকে গোলাপি বানাতে হলে বিশেষ অনুরোধের দরকার পড়ে। দরকার পড়ে বিশেষ মূল্যেরও। গোলাপি রঙের রোলস রয়েস খুব কম জনেরই আছে গোটা বিশ্বে। তার মধ্যে একটির মালকিন নীতা। তাঁর গাড়িটির রং রোজ় কোয়ার্টজ। যা তাঁর অনুরোধেই ব্যবহার করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।
নীতার রোলস রয়েসের মডেলের নাম ফ্যান্টম ৮ এক্সটেন্ডেড হুইলবেস। এই গাড়িতে দু’রকম রঙের ব্যবহার হয়েছে। গাড়ির উপরের অংশের রং কিছুটা গাঢ়। ভেলভেট অর্কিড রঙে রাঙানো। নীচের অংশটিতে ব্যবহার করা হয়েছে রোজ় কোয়ার্টজ। সেটিও গোলাপি রঙের। তবে দেখলে মনে হবে তাতে রত্নের ঝিকমিকে একটা চাকচিক্য আছে।
রোলস রয়েসের বনেটের উপর লাগানো থাকে একটি ধাতব প্রতীক। যাকে বলা হয় স্পিরিট অফ এক্সট্যাসি। নীতার গাড়ির সেই প্রতীকটি সোনার পাতে মোড়ানো।
বাঁ দিকে, ডিনার প্লেট হুইল। মাঝে, নীতার নামের আদ্যক্ষর গাড়ির আসনে। ডান দিকে, সোনার পাতে মোড়া রোলস রয়েসের প্রতীক। ছবি: সংগৃহীত।
গাড়ির আসনের রং সাদা। তবে তাতে গোলাপি সুতো দিয়ে বুনে দেওয়া হয়েছে নীতার নামের আদ্যক্ষর— এনএমএ অর্থাৎ নীতা মুকেশ অম্বানী। গাড়ির চাকাটি ডিনার প্লেট হুইলস, যা বিলাসবহুল গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া এতে রয়েছে ৬.৭৫ লিটার ভি১২ টুইন টার্বোচার্জড ইঞ্জিন, যা গাড়িকে দেয় ৫৭১ বিএইচপি এবং ৯০০ নিউটন মিটারের সমান ক্ষমতা।
আপাতত এই গাড়িটিই নীতার সংগ্রহে থাকা সবচেয়ে দামি গাড়ি। এর আগে মুকেশের থেকে উপহার পাওয়া রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ মডেলটির দাম ছিল ১০ কোটি টাকা। নতুনটির দাম ১২ কোটি। অবশ্য এই তালিকায় ২৩০ কোটি টাকার প্রাইভেট জেটটিকে রাখলে মুশকিল!