Highest Infidelity Rates

সঙ্গীকে প্রতারণা, বিয়ের পর পরকীয়া! ইউরোপ, আমেরিকাকে ফেলে ‘ফার্স্ট বয়’ ছোট্ট এশীয় দেশ, ভারতের স্থান কত নম্বরে?

বিশ্বাসঘাতকতার প্রবণতা কোন দেশের অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি তা নিয়ে বিশ্বব্যাপী একটি বিশদ সমীক্ষা করা হয়। আমেরিকা, ফ্রান্স, জাপান— কোন দেশের নাম উঠে এসেছে প্রথমে? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান? এই সমীক্ষার একেবারে শীর্ষে রয়েছে ছোট্ট একটি এশীয় দেশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১০:১৩
Share:
০১ ১৫

দাম্পত্য সঙ্গী হোক বা প্রেমিক-প্রেমিকা। একে অপরকে লুকিয়ে চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা। কথায় আছে প্রেমের ফাঁদ পাতা সর্বত্র। আর এই ফাঁদে পা দিয়ে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই। আবার বিবাহিত সম্পর্কে সুখী হতে না পেরে অনেকেই অন্য কোনও মানুষের প্রতি আকৃষ্ট হন।

০২ ১৫

নিষিদ্ধ হলেও যুগযুগান্ত ধরে এই সম্পর্কের প্রতি চুম্বকের টান অস্বীকার করতে পারেন না মানব-মানবীরা। আবার যাঁরা এই ধরনের সম্পর্ককে অপছন্দ করেন তাঁরা সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, যৌনতাকে প্রতারণা বলে মনে করেন। যদিও প্রেম বা পরকীয়া কোনও নিয়মের বেড়াজালে আবদ্ধ হতে পারে না। নতুন যুগে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সংজ্ঞা এমনই বদলেছে যে, তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
০৩ ১৫

যদি প্রশ্ন ওঠে কোন দেশের বাসিন্দারা সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীকে সবচেয়ে বেশি প্রতারণা করেন, তা হলে হয়তো অধিকাংশেরই মাথায় ঘুরতে পারে প্রথম বিশ্বের দেশগুলির নাম। অনেকেরই মনে হতে পারে এই তালিকার প্রথম নামটি হয়তো আমেরিকা। অনেকেই আবার ইউরোপের কোনও দেশের নাম বাছতে বসে যেতে পারেন।

০৪ ১৫

২০২৪ সালে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি সমীক্ষায় উঠে এসেছিল এক চমকপ্রদ তথ্য। বিশ্বাসঘাতকতার প্রবণতা কোন দেশের অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি তা নিয়ে বিশ্বব্যাপী একটি সমীক্ষা করা হয়। আমেরিকা, ফ্রান্স, জাপান— কোন দেশের নাম উঠে এসেছে প্রথমে? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান এই সমীক্ষার একেবারে শীর্ষে রয়েছে এশীয় একটি দেশ। সমীক্ষায় খোলসা হয়েছে পরকীয়ায় ‘ফার্স্ট বয়’-এর নাম।

০৫ ১৫

এই তালিকায় একেবারে প্রথমে রয়েছে তাইল্যান্ডের নাম! এই দেশের বিবাহিত জনসংখ্যার ৫১ শতাংশ তাঁদের সঙ্গীকে প্রতারণা করার কথা স্বীকার করে নিয়েছেন। এর অর্থ হল দেশের বিবাহিত দম্পতিদের অর্ধেকেরও বেশি তাঁদের সঙ্গীকে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা করেছেন।

০৬ ১৫

সাবেক শ্যামদেশের বাসিন্দারা স্বীকার করে নিয়েছেন সম্পর্কে প্রতারণার বহু উদাহরণই উঠে এসেছে। স্বামী বা স্ত্রী অন্য কারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন কি না সেটা নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নন বহু তাই পুরুষ বা মহিলা। তাঁরা মনে করছেন এটিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। পরিবার ও পেশাগত দায়িত্ব ঠিক রেখে পরকীয়ায় কোনও অপরাধ দেখছেন না এই ৫১ শতাংশ দম্পতি।

০৭ ১৫

তরুণ প্রজন্মও এই ধরনের সম্পর্কে উষ্ণতা উপভোগ করে। সেখানে পুরুষ এবং মহিলাদের তাঁদের সঙ্গীর পাশাপাশি অতিরিক্ত বন্ধু বা সঙ্গী থাকে, যাঁদের সঙ্গে তাঁরা নিভৃতে সময় কাটান। এই সমস্ত সম্পর্কে সব সময় যৌনতাকে প্রাধান্য দেওয়া হয় না। তাই তরুণ-তরুণীদের ধারণা, সব ধরনের সম্পর্কের মতোই বিবাহ-বহির্ভূত সম্পর্কেরও নানা ধরন হয়। সেখানে শারীরিক ঘনিষ্ঠতা একমাত্র কাম্য নয়।

০৮ ১৫

সেই সমস্ত সম্পর্কে থাকে নিখাদ বন্ধুত্ব ও ভরসা। সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত কথা ভাগ করে নেন তাঁরা। মনখারাপ হলেই ছুটে যান কাছের মানুষটির কাছে। তাঁকে আকড়ে ধরে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা চালিয়ে যান।

০৯ ১৫

আবার এই সমীক্ষাতে ধরা পড়েছে বিপরীত চিত্রও। এই দেশের বাসিন্দাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা কেবল যৌনসুখের জন্যই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ক্ষেত্রে মানসিক ভাবে তৃতীয় কোনও ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়া নয়, কেবল শারীরিক সুখ মেটানোই একমাত্র লক্ষ্য হয়।

১০ ১৫

এক ছাদের নীচে থাকতে থাকতে দাম্পত্যে একঘেয়েমি কাটাতে অনেকেই পরকীয়ার আশ্রয় নেন। বিবাহিত জীবনের একঘেয়েমি কাটাতে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে এগোন মানুষ। মানসিক দূরত্বের পাশাপাশি শারীরিক অতৃপ্তি থেকেও পরকীয়ায় ঝোঁকেন মানুষ।

১১ ১৫

পরকীয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। স্ক্যান্ডিনেভীয় এই দেশটি অন্য আরও একটি তালিকায় রয়েছে। এখানকার নাগরিকেরা পৃথিবীর অন্যতম সুখী বলে পরিগণিত হন। কোপেনহেগেনে বসবাসকারী এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ তাঁদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত নন। প্রায় ৪৬ শতাংশ বাসিন্দা পরকীয়ায় লিপ্ত বলে সমীক্ষায় উঠে এসেছে।

১২ ১৫

তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। জার্মানেরাও পরকীয়া সম্পর্কে পিছিয়ে নেই। হিটলারের দেশের বাসিন্দাদের দু’জনের মধ্যে অন্তত এক জন তাঁদের দাম্পত্যসঙ্গীকে লুকিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ ছাড়াও তালিকায় রয়েছে ইতালি, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, চিন।

১৩ ১৫

তবে এই তালিকায় স্থান পায়নি ভারত! অনেকের মতে ভারতীয় জীবনধারায় সংসার সামলে আবার একটি নতুন প্রেমে জড়ানোর বিলাসিতা অনেকেরই নেই। তবে অন্য একটি সমীক্ষায় উঠে এসেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। একটি ডেটিং অ্যাপের সমীক্ষা বলছে ভারতীয় তরুণ প্রজন্ম সম্পর্কের ক্ষেত্রে দিন দিন দুঃসাহসী হয়ে উঠছে।

১৪ ১৫

পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে দিল্লি এবং মুম্বই, কলকাতাকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে তথাকথিত ছোট শহরগুলি। ছোট শহরগুলিতে বিবাহ-বহির্ভূত সম্পর্কের চাহিদা বাড়ছে। একটি ডেটিং অ্যাপভিত্তিক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে ভারতের টায়ার-২ শহরে বিবাহিত পুরুষ ও নারীদের মধ্যে ডেটিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

১৫ ১৫

সঙ্গীকে ঠকানো মানে কারও সঙ্গে পুরোদস্তুর সম্পর্কে জড়ানো, এমনটাই মনে করেন অধিকাংশ। তাঁকে রোজের জীবনে টেনে আনা, দেখা করা, ঘোরাফেরা করা, একসঙ্গে সময় কাটানো। আবার অনেকে মনে করেন পরকীয়া হল ঘর বাঁচিয়ে নিজের মন ভাল রাখার উপায়। বহু দেশেই এখন পরকীয়া অপরাধ নয়। তবে, অপরাধ না হলেও বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে পরকীয়া।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement