পায়ের হাড় ভেঙে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। ফিট নন জসপ্রীত বুমরাহও। ফলে ওভালে মহা গুরুত্বপূর্ণ টেস্টের আগে ভারতীয় দলে হবে একাধিক পরিবর্তন। পাঁচ ম্যাচের সিরিজ় এই মুহূর্তে ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজ়ে হার বাঁচাতে শেষ টেস্টে জিততেই হবে ভারতকে।
মরণবাঁচন ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? কারা বাদ যাবেন? দলে আসতে পারেন কারা? কোনও চমকে দেওয়া বদল কি হতে পারে? দেখে নেওয়া যাক ওভাল টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ।
যশস্বী জয়সওয়াল: ওপেনিং জুটি ভাঙার কোনও প্রশ্নই নেই। ওভাল টেস্টেও ওপেন করতে নামবেন বাঁহাতি জয়সওয়াল। সিরিজ়ে ইতিমধ্যেই একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করে ফেলেছেন বাঁহাতি ওপেনার। পঞ্চম টেস্টেও তাঁর ব্যাট থেকে বড় রান চাইবে দল।
লোকেশ রাহুল: যশস্বীর সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। চলতি টেস্ট সিরিজ়ে যেন নতুন রাহুলকে দেখছে ক্রিকেটবিশ্ব। দলকে বার বার ভরসা দিয়েছে তাঁর ব্যাট। ইতিমধ্যেই দু’টি শতরান করেছেন তিনি। ম্যানচেস্টার টেস্টে ম্যাচ বাঁচানো ৯০ রানের ইনিংসও কোনও শতরানের চেয়ে কম নয়।
সাই সুদর্শন: সিরিজ়ের প্রথম টেস্টে দলে থাকলেও পরের দুই টেস্টে বাদ পড়েছিলেন বাঁহাতি সুদর্শন। তবে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে লড়াকু ৬১ দলে তাঁর জায়গা পাকা করেছে। তিন নম্বরে তাই বাঁহাতি ব্যাটারেই ভরসা করবে ভারত।
শুভমন গিল: চলতি সিরিজ়ে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের তরুণ অধিনায়ক। ব্যাট হাতে ইতিমধ্যেই সিরিজ়ে একাধিক রেকর্ড গড়েছেন শুভমন। সিরিজ়ের শেষ টেস্টেও ডানহাতি ব্যাটারের ব্যাট ঝলসে উঠবে বলে আশা করছে দল।
রবীন্দ্র জাডেজা: সিরিজ়ে চারটি অর্ধশতরান এবং একটি ম্যাচ বাঁচানো শতরান— ব্যাটার জাডেজা ভরসা দিয়েছেন গোটা সিরিজ়েই। সঙ্গে তাঁর বোলিং তো রয়েইছে। চার টেস্টে এখনও পর্যন্ত সাত উইকেট নিয়েছেন তিনি। পাঁচ নম্বরে জায়গা পাকা বাঁহাতি অলরাউন্ডারের।
ওয়াশিংটন সুন্দর: ছ’নম্বরে আসবেন ওয়াশিংটন সুন্দর। ম্যানচেস্টার টেস্টে তাঁর ব্যাটে ম্যাচ বাঁচিয়েছে ভারত। বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন স্পিনার অলরাউন্ডার।
ধ্রুব জুরেল: ঋষভ পন্থের চোট। তাঁর জায়গায় দলে আসতে পারেন ডানহাতি জুরেল। এখনও পর্যন্ত চারটি টেস্ট খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার। ৪০-এর উপর গড় রয়েছে তাঁর। পন্থের শূন্যস্থান পূর্ণ করাই চ্যালেঞ্জ জুরেলের।
কুলদীপ যাদব: ইংল্যান্ড সিরিজ়ে প্রথম বার দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ১৩টি টেস্টে ৫৬টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ভরসা দিতে পারেন কুলদীপ।
অর্শদীপ সিংহ: চোট না থাকলে হয়তো ম্যানচেস্টারেই টেস্ট অভিষেক হত বাঁহাতি জোরে বোলারের। তবে এখন তিনি সুস্থ। ফলে ওভাল টেস্টে অর্শদীপের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
আকাশ দীপ: বার্মিংহ্যামে তাঁর ১০ উইকেট ভারতের জয়ের পথ সুগম করে। চোটের জন্য ম্যানচেস্টার টেস্টে খেলতে পারেননি বাংলার পেসার। ওভালে বুমরাহহীন পেস আক্রমণকে বাড়তি অক্সিজেন দিতে পারেন আকাশ দীপ।
মহম্মদ সিরাজ়: সিরিজ়ে এখনও পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। বুমরাহ না থাকায় ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি।