২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন। দিল্লি এবং বেঙ্গালুরুর হয়ে তাঁকে দেখা গিয়েছে মোট ১৮৪টি ম্যাচে। প্রায় ৪০ গড়ে ৫১৬২ রান করেছেন সাউথ আফ্রিকার মহাতারকা। স্ট্রাইক রেট প্রায় ১৫২। এ-হেন এবি ডিভিলিয়ার্স বেছে নিলেন সর্বকালের সেরা আইপিএল একাদশ।
ইউটিউবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই দল বেছে নিয়েছেন এবি। তবে তাঁর বেছে নেওয়া একাদশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আইপিএল কাঁপানো বহু তারকাকে দলেই রাখেননি প্রোটিয়া তারকা।
ডিভিলিয়ার্সের দলে জায়গা হয়নি ক্রিস গেল, সুনীল নারাইন, ডোয়েন ব্রাভো, কায়রন পোলার্ডের মতো ক্যারিবীয় তারকার। বস্তুত দলে কোনও ক্যারিবীয় ক্রিকেটারকেই রাখেননি এবি। জায়গা হয়নি রশিদ খানেরও। স্বাভাবিক ভাবেই দলে রয়েছেন সাত ভারতীয়! কারা জায়গা পেলেন এবির সর্বকালের সেরা আইপিএল দলে?
রোহিত শর্মা: ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন রোহিত। ১৭ বছরের আইপিএল কেরিয়ারে খেলেছেন ২৭২টি ম্যাচ। করেছেন সাত হাজারেরও বেশি রান। সেই রোহিত শর্মাকে সর্বকালের সেরা একাদশের ওপেনিংয়ে রেখেছেন এবি। আইপিএলে দু’টি শতরান করা ডানহাতি ব্যাটারের স্ট্রাইক রেট ১৩২।
ম্যাথু হেডেন: ২০০৮ থেকে ২০১০, মাত্র তিন বছর আইপিএল খেলেছেন। সাকুল্যে খেলেছেন ৩২টি ম্যাচ। ব্যাটিং গড় ৩৭। স্ট্রাইক রেট ১৩৭। এ-হেন ম্যাথু হেডেনকে সর্বকালের সেরা দলের ওপেনিংয়ে রেখেছেন এবি। বাদ দিয়েছেন ৪০ গড়, ১৪৯ স্ট্রাইক রেটের ওপেনার ক্রিস গেলকে।
বিরাট কোহলি: তিন নম্বরে বন্ধু বিরাট কোহলিকে রেখেছেন এবি। বিরাটের সঙ্গে আইপিএল কেরিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ডিভিলিয়ার্স। ১৭ বছরের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ২৬৭টি ম্যাচ খেলেছেন বিরাট। আটটি শতরান-সহ করেছেন ৮৬৬১ রান। আইপিএলে বিরাটের ব্যাটিং গড় ৩৯.৫৫।
সূর্যকুমার যাদব: সর্বকালের সেরা দলের চার নম্বরে ভারতের বর্তমান টি২০ দলের অধিনায়ককে রেখেছেন এবি। আইপিএলে এখনও পর্যন্ত ১৬৬টি ম্যাচ খেলেছেন সূর্য। ৩৫.৩৪ গড়ে করেছেন ৪৩১১ রান। সূর্যের স্ট্রাইক রেট প্রায় ১৪৯।
এবি ডিভিলিয়ার্স: তাঁর বেছে নেওয়া দলের পাঁচ নম্বরে নিজেকেই রেখেছেন ডিভিলিয়ার্স। ১৩ বছরের আইপিএল কেরিয়ারে পাঁচ হাজারের বেশি রান করেছেন প্রোটিয়া তারকা। গড় প্রায় ৪০, স্ট্রাইক রেট প্রায় ১৫২।
হার্দিক পাণ্ড্য: ছ’নম্বরে নামবেন হার্দিক পাণ্ড্য। তিনিই এই দলের একমাত্র অলরাউন্ডার। ২০১৫ থেকে এখনও পর্যন্ত ১৫২টি ম্যাচ খেলেছেন ডানহাতি অলরাউন্ডার। ব্যাটিং গড় ২৮.৩৪, স্ট্রাইক রেট প্রায় ১৪৭। বল হাতেও কার্যকর পাণ্ড্য। এখনও পর্যন্ত ৭৮টি উইকেট নিয়েছেন মুম্বইকর।
মহেন্দ্র সিংহ ধোনি: এবির দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির নেতৃত্বে একাধিক আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২৭৮ ম্যাচে ১৩৭.৪৫ স্ট্রাইকে রেটে ৫৪৩৯ রান করেছেন ক্যাপ্টেন কুল।
ড্যানিয়েল ভেত্তোরি: স্পিন বিভাগের দায়িত্ব নিউ জ়িল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরিকে দিয়েছেন এবি। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিতে পারেন বাঁহাতি স্পিনার। মাত্র তিন বছরের আইপিএল কেরিয়ারে ২৫টি ম্যাচ খেলেছেন ভেত্তোরি। ২১টি উইকেট নেওয়া কিউয়ি স্পিনার ওভারপিছু রান দিয়েছেন মাত্র ৬.৫৬।
যুজবেন্দ্র চহাল: ভেত্তোরির সঙ্গে স্পিন বিভাগের দায়িত্বে চহালকে রেখেছেন এবি। ১৭৪ ম্যাচে ২২১টি উইকেট নিয়েছেন ভারতের এই লেগস্পিনার। ওভারপিছু রান দিয়েছেন প্রায় ৮।
জসপ্রীত বুমরাহ: আইপিএলের সর্বকালের সেরা দলে যাঁর থাকা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না তিনি জসপ্রীত বুমরাহ। এবিও তাঁকে পেস বিভাগের দায়িত্বে রেখেছেন। ১২ বছরের আইপিএল কেরিয়ারে ১৪৫টি ম্যাচে ১৮৩টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। ওভারপিছু রান দিয়েছেন মাত্র ৭.২৫।
লসিথ মালিঙ্গা: বুমরাহের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা। ১০ বছরের আইপিএল কেরিয়ারে ১২২টি ম্যাচ খেলেছেন ডানহাতি পেসার। নিয়েছেন ১৭০টি উইকেট। ওভারপিছু রান দিয়েছেন মাত্র ৭.১৪।