Earth Rotation Speed

জুলাই, অগস্টের তিনটি তারিখে একটু বেশি জোরে ঘুরবে পৃথিবী! সময়ের হিসাবে কী পরিবর্তন হতে পারে?

পৃথিবীর আহ্নিক এবং বার্ষিক গতির পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, জুলাই এবং অগস্ট মাসের তিনটি তারিখে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জোরে ঘুরবে পৃথিবী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:১৬
Share:

তিন দিন কিছুটা বাড়বে পৃথিবীর আহ্নিক গতি। —ফাইল চিত্র।

আগামী কয়েক দিনের মধ্যে তিন বার বেশ খানিকটা বেড়ে যেতে পারে পৃথিবীর আহ্নিক গতি। বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে এই পূর্বাভাস দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, জুলাই এবং অগস্ট মাসের তিনটি তারিখে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জোরে ঘুরবে পৃথিবী। এর ফলে দিনের দৈর্ঘ্য সামান্য কমতে পারে। ফলে বদলে যেতে পারে সময়ের হিসাব।

Advertisement

পৃথিবীর আহ্নিক এবং বার্ষিক গতির পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ অগস্ট পৃথিবী কিছুটা বেশি জোরে ঘুরবে। এর ফলে ওই তিন তারিখে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হতে চলেছে। তবে অন্যান্য দিনের সঙ্গে মিলিয়ে দেখলে এই ফারাক খুবই সূক্ষ্ম। মাপতে হবে মিলিসেকেন্ডে। অর্থাৎ, পৃথিবী জোরে ঘুরলে কয়েক মিলিসেকেন্ড কমবে দিনের দৈর্ঘ্য। ৫ অগস্ট দিন ছোট হতে পারে ১.৫১ মিলিসেকেন্ড।

সাধারণ হিসাবে, নিজের অক্ষের চারপাশে পৃথিবী এক বার ঘুরলে এক দিন হয়। এ ভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীকে নিজের অক্ষের চারপাশে ঘুরতে হয় ৩৬৫ বার। তবে বইয়ের পাতার এই হিসাব আক্ষরিক অর্থে সত্য নয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন, নিজে পাক খেতে খেতে সূর্যের চারপাশে এক বার ঘুরে আসতে পৃথিবীর কখনও কখনও আরও বেশি সময় লাগে। ৩৭২ দিন থেকে ৪৯০ দিন পর্যন্ত সময়ও লাগতে পারে এতে। দিনের হিসাব ঠিক রাখতে লিপ ইয়ার বা অধিবর্ষ পালন করা হয়। পৃথিবীর গতি বৃদ্ধিও এই হিসাবকে প্রভাবিত করতে পারে।

Advertisement

কেন হঠাৎ গতি বাড়ছে পৃথিবীর? কারণ নিয়ে ধন্দে বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, এর নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। পৃথিবীর কোরের গতিবিধি আহ্নিক গতিকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া পৃথিবীর মধ্যে হিমবাহ গলে যে ভাবে ভরের পুনর্বণ্টন ঘটে, তা-ও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকতে পারে। পৃথিবীর গতি বৃদ্ধির আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে চাঁদ। ওই তিনটি দিনের জন্য পৃথিবীর বিষুবরেখার সঙ্গে চাঁদের দূরত্ব থাকবে সবচেয়ে বেশি।

পৃথিবী জোরে ঘোরার কারণে বিশ্বের সময়ের হিসাবে কিছুটা সমন্বয় প্রয়োজন হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর ফলে ২০২৯ সালে গিয়ে একটি লিপ সেকেন্ড বিয়োগ করতে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement