Women News

রোজকার রূপচর্চায় রাখুন ঘি, জেনে নিন ৫ টিপ্‌স

প্রতিটা দেশেরই রয়েছে নিজস্ব বিউটি সিক্রেট। চিনের গ্রিন টি, মরক্কোর আরগান অয়েল, ভূমধ্যসাগরীয় দেশগুলোর অলিভ অয়েল ও ভারতের ঘি। স্বাস্থ্যের জন্য ঘি-র প্রচুর গুণের কথা আমরা জানি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১১:৫৩
Share:
০১ ০৫

ডার্ক সার্কল: ঘুমনোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোলে লাগান।<br> সকালে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন।<br> নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোলের কালি দূর হবে।

০২ ০৫

ফাটা ঠোঁট: আঙুলের ডগায় অল্প ঘি নিয়ে ফাটা ঠোঁটে লাগান। সারা রাত লাগিয়ে রাখুন। সকালে উঠে নরম, সুন্দর ঠোঁট পেয়ে যাবেন।

Advertisement
০৩ ০৫

শুষ্ক ত্বক: ঘি গরম করে স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন।<br> মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে জলের সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন।<br> ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৪ ০৫

নির্জীব ত্বক: ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান।<br> ২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

০৫ ০৫

চুল: চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যায় ঘি গরম করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement