Women News

পাঁচ মিনিটে খামান ধোকলা

বাড়িতে মজুত থাকে অনেক উপকরণই। কিন্তু সময়ের অভাবে হয়তো তৈরি করে ওঠা হয় না হাজারো পদ। তাই আজ আপনাদের জন্য রইল মাইক্রোওয়েভে খামান ধোকলা তৈরির রেসিপি। পাঁচ মিনিটেই তৈরি করে ফেলতে পারেন এই পদ।

Advertisement

রুম্পা দাস

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ০৮:৩৯
Share:

(ছবি সৌজন্য: পৌলমী মল্লিক কুণ্ডু)

বাড়িতে মজুত থাকে অনেক উপকরণই। কিন্তু সময়ের অভাবে হয়তো তৈরি করে ওঠা হয় না হাজারো পদ। তাই আজ আপনাদের জন্য রইল মাইক্রোওয়েভে খামান ধোকলা তৈরির রেসিপি। পাঁচ মিনিটেই তৈরি করে ফেলতে পারেন এই পদ।

Advertisement

উপকরণ:

বেসন— ১ কাপ

Advertisement

সুজি— ১/৪ কাপ

কাঁচা লঙ্কা— ৪-৫টি

পাতিলেবু— ১টি

নুন— স্বাদ মতো

চিনি— ৪ চা চামচ

ফ্রুট সল্ট বা ইনো — ২ চা চামচ

তেল— ২ চা চামচ

সরষে— ২ চা চামচ

কারি পাতা— ১০-১২টি

ধনেপাতা— আধ কাপ

নারকেল— আধ মালা

প্রণালী:

একটি কাঁচা লঙ্কা বেটে নিন। ৩/৪ কাপ জলে বেসন, সুজি, লঙ্কা বাটা, ২ চা চামচ চিনি, স্বাদ মতো নুন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তাতে ফ্রুট সল্ট বা ইনো মিশিয়ে মিনিট পাঁচেক রাখুন। ইতিমধ্যে বেকিং ডিশ সামান্য তেল বা মাখন দিয়ে গ্রিজ করে নিন। সেই পাত্রে খামান ধোকলার মিশ্রণ ঢেলে মাইক্রোওয়েভে সাড়ে তিন থেকে চার মিনিট বেক করে নামিয়ে নিন। গ্যাসে ননস্টিক পাত্র বসিয়ে তাতে তেল গরম করে সরষে, কাঁচা লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিন। এ বার তাতে নুন, চিনি আর এক কাপ জল দিয়ে ফুটতে দিন। চিনি জলের সঙ্গে মিশে গেলে খামান ধোকলার উপরে ঢেলে দিন। উপর থেকে নারকেল কোরা ছড়িয়ে চৌকো চৌকো করে কেটে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement