Winter Care

শীত আসছে, হাত, পায়ের যত্ন নিন এখন থেকেই

গরম, বর্ষা কেটে গিয়ে বাতাসে এখন একটু শুষ্ক শুষ্ক ভাব। হেমন্তের বেলা গড়াতেই কেমন যেন টান ধরছে হাত, পায়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৬:০১
Share:
০১ ০৫

গরম, বর্ষা কেটে গিয়ে বাতাসে এখন একটু শুষ্ক শুষ্ক ভাব। হেমন্তের বেলা গড়াতেই কেমন যেন টান ধরছে হাত, পায়ে। আবার ঋতু পরিবর্তনের কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বাড়ে এই সময়। তাই শীত আসার আগে এখন থেকেই শুরু করুন হাত, পায়ের যত্ন।

০২ ০৫

শীত আসার আগেই সম পরিমাণ ব্রাউন সুগার ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করে রাখুন। শুরু থেকেই ২-৩ দিন অন্তর এই মিশ্রণ দিয়ে স্ক্রাব করুন।

Advertisement
০৩ ০৫

পার্লারের খরচ বাঁচাতে বাড়িতেই তৈরি করুন মাস্ক। ৩-৪টে ডিম ফেটিয়ে কয়েক ফোঁটা রোজ ওয়াটার মেশান। হাত ডুবিয়ে রাখুন ১০ মিনিট।

০৪ ০৫

ত্বক শুষ্ক হয়ে গিয়ে এই সময় ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারে। তাই আর্দ্রতা বজায় রাখতে ময়শ্চারাইজারের বদলে প্রোবায়োটিক দিয়ে মাসাজ করুন।

০৫ ০৫

সকালে ঘুম থেকে উঠে যদি ত্বকের শুষ্ক ভাব কাটাতে চান তা হলে রাতভর হাত, পায়ের আর্দ্রতা বজায় রাখা জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল কোনও হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম মাসাজ করুন হাত, পায়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement