Bangladesh Vs Srilanka

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে হার এড়াতে লড়ছেন শান্তরা

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৪৫৮ রান। এর পর দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে নাজমুল হোসেন শান্তেরা। ইনিংসে হার বাঁচাতে দরকার আরও ৯৬ রান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২১:৩২
Share:

হতাশ মুশফিকুর রহিম। ছবি: এএফপি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চাপে বাংলাদেশ। ইনিংসে হার বাঁচানোর জন্য লড়াই করছেন নাজমুল হোসেন শান্তেরা। তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ৬ উইকেটে ১১৫। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানের থেকে এখনও ৯৬ রানে পিছিয়ে সফরকারীরা।

Advertisement

দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান ছিল ২ উইকেটে ২৯০। সেখান থেকে ৪৫৮ রানে শেষ হয় ধনঞ্জয় ডি সিলভার দলের ইনিংস। ১৪৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার পাথুম নিসঙ্কা। তিনি করেন ১৫৮ রান। ৫ রানে অপরাজিত থাকা প্রভাত জয়সূর্য আউট হন ১০ রানে। তবে কামিন্দু মেন্ডিস (৩৩), কুশল মেন্ডিসের (৮৪) ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২১১ রানের লিড নেয় শ্রীলঙ্কা। ১৩১ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। যদিও বাংলাদেশের লাভ তেমন হয়নি। ৮৭ রানে ৩ উইকেট নাঈম হাসানের।

চাপের মুখে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটারেরা রুখে দাঁড়াতে পারলেন না। বড় জুটিও তৈরি করতে পারেননি শান্তেরা। শাদমান ইসলাম (১২), আনামূল হক (১৯), মোমিনুল হক (১৫), শান্ত (১৯), মুশফিকুর রহিম (২৬), মেহদি হাসান মিরাজেরা (১১) কেউই দলকে ভরসা দিতে পারলেন না। দিনের শেষে ১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস। ইনিংস পরাজয় এড়াতে আরও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে। ১৩ রানে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক ধনঞ্জয়। ৪৭ রানে ২ উইকেট জয়সূর্যের।

Advertisement

লিটন ছাড়া বাংলাদেশের আর কোনও স্বীকৃত ব্যাটার না থাকায় সুবিধাজনক জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। আর ৯৬ রানের মধ্যে ৪ উইকেট নিতে পারলেই ইনিংসের ব্যবধানে দ্বিতীয় টেস্ট এবং সিরিজ় জিতে নেবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement