Controversy Regarding Pakistan Captain

‘ভারত অধিনায়ক শান মাসুদ!’ পাক অধিনায়ককে শুভমনের জায়গায় বসিয়ে বিতর্কে ধারাভাষ্যকার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট খেলছে পাকিস্তান। সেখানেই কথা বলার সময় পাকিস্তানের অধিনায়ককে ভারতের অধিনায়ক বলে ফেলেন ধারাভাষ্যকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১২:২৪
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান মুখোমুখি না হলেও দু’দেশকে নিয়ে বিতর্ক থামার নাম নেই। আরও এক বার বিতর্ক তৈরি হল। না, এ বার ভারত বা পাকিস্তানের কেউ কোনও মন্তব্য করেননি। এক ধারাভাষ্যকারের মন্তব্যে তা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট খেলছে পাকিস্তান। সেখানেই কথা বলার সময় পাকিস্তানের অধিনায়ককে ভারতের অধিনায়ক বলে ফেলেন ধারাভাষ্যকার শন পোলক। তার পরেই শুরু বিতর্ক।

Advertisement

রবিবার পাকিস্তানের প্রথম ইনিংস চলাকালীন ঘটে এই ঘটনা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও ইমাম উল হকের মধ্যে দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি হয়। সেই সময় যখনই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা আউটের আবেদন করছিলেন, তখনই পাকিস্তানের সমর্থকেরা চিৎকার করছিলেন। তা দেখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক পোলকের মনে হয়, বাবর আজ়মকে ব্যাট করতে দেখতে চান সমর্থকেরা। তাই তাঁরা চাইছেন উইকেট পড়ুক।

ধারাভাষ্য দিতে গিয়ে পোলক বলে ফেলেন, “আমি ভাবতেও পারছি না ওরা চাইছে ভারত অধিনায়ক শান মাসুদ আউট হয়ে যাক। শুধুমাত্র বাবরকে ক্রিজ়ে দেখার জন্য এটা করছে। আমার মনে হয় সমর্থকদের সঙ্গে কথা বলা উচিত।”

Advertisement

পোলকের এই কথার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভারত ও পাকিস্তানের দুই দেশের সমর্থকেরাই পোলকের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, কী ভাবে দুই দেশের অধিনায়ককে গুলিয়ে ফেললেন পোলক? বিশেষ করে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হয় না তখন তো ধারাভাষ্যকারদের সেটা মাথায় রাখা উচিত। কেউ কেউ বলেছেন, পোলক ইচ্ছা করেই এটা বলেছেন। বিতর্ক বাড়াতে এই কাজ করেছেন তিনি। পোলককে ধারাভাষ্যকারদের দল থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন অনেকে।

শেষ বার এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তিন বার একে অপরের বিরুদ্ধে খেলেছে তারা। তিন বারই জিতেছে ভারত। খেলার বাইরে একের পর এক বিতর্ক হয়েছে এশিয়া কাপে। ভারতের হাত না মেলানো, পাকিস্তানের ক্রিকেটারদের বিতর্কিত উল্লাস থেকে শুরু করে পাক বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ভারতের ট্রফি না নেওয়া, তালিকা লম্বা। এখনও ট্রফি-বিতর্কের সমাধান হয়নি। তার মাঝেই অধিনায়কের নাম গুলিয়ে আরও এক বিতর্ক শুরু করলেন পোলক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement