অক্ষর পটেল। —ফাইল চিত্র।
আইপিএলের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে। বুধবার এমন মরণ-বাঁচন ম্যাচেই খেলতে পারছেন না অধিনায়ক অক্ষর পটেল। দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।
দু’দিন ধরে জ্বরে ভুগছেন অক্ষর। তাই মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারলেন না। এ দিন দিল্লির হয়ে টস করতে আসেন ডুপ্লেসি। তা দেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় জল্পনা। টসের পর রবি শাস্ত্রী বিষয়টি জানতে চান ডুপ্লেসির কাছে। তখনই দক্ষিণ আফ্রিকার ব্যাটার বলেন, ‘‘অক্ষরের জ্বর হয়েছে। দু’দিন ধরে ভুগছে। তাই খেলতে পারছে না। ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর অভাব অন্য এক জন ক্রিকেটারকে দিয়ে পূরণ করা সম্ভব নয়।’’ ডুপ্লেসি বলতে চেয়েছেন, অক্ষর ব্যাট এবং বল হাতে পারফর্ম করেন। তাঁর মতো অলরাউন্ডের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
টস জিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডুপ্লেসি। মুম্বই-দিল্লি ম্যাচের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ বারের আইপিএলের কোনও খেলা নেই। ম্যাচ শুরুর আগে ১২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৪। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে দিল্লি সংগ্রহ ১৩ পয়েন্ট।