Virat Kohli

কোহলি কি তথ্যের উপর বেশি নির্ভর করেন? বিরাটের সাফল্যের রহস্য ব্যাখ্যা আইপিএল জয়ী আরসিবি-র বিশেষজ্ঞের

দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই দলের নেপথ্যে অন্যতম ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তাঁর এই সাফল্যের নেপথ্যে কি শুধুই তথ্যের অবদান রয়েছে? উত্তর দিয়েছেন আরসিবি-র বিশ্লেষক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২১:৩১
Share:

আইপিএল ট্রফি নিয়ে কোহলি। ছবি: পিটিআই।

দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই দলের নেপথ্যে অন্যতম ভূমিকা রয়েছে বিরাট কোহলির। শুধু ব্যাটে নয়, বুদ্ধিতেও তিনি সাহায্য করেছেন দলকে। কোহলির এই সাফল্যের নেপথ্যে কি শুধুই তথ্যের অবদান রয়েছে? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আরসিবি-র বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড।

Advertisement

‘লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে ইংরেজ ক্রিকেটার জস বাটলারকে ওয়াইল্ড বলেছেন, “ঠিক আসল সময়েই বিরাটের বুদ্ধি খুলে যায়। আমাদের দলের বৈঠক হয়, ব্যাটারদের বৈঠক হয়। সেই বৈঠকগুলোয় আমি যতটা সম্ভব তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি। বিপক্ষের বোলারদের ধরে ধরে, ওদের বোলিংয়ের ধাঁচ এবং বিভিন্ন কৌশল তাতে থাকে।”

ওয়াইল্ডের সংযোজন, “বিরাট সেই বৈঠকে যে ভাবে আমাদের সাহায্য করে তা অভূতপূর্ব। ও এমন জিনিস তুলে আনে যা তথ্যে থাকে না। কোহলি কখনওই গাদা গাদা তথ্যের উপর নির্ভর করে না। কিন্তু নিজের অনুমান ক্ষমতার উপর নির্ভর করে এমন বিষয় তুলে আনে কোনও তথ্য দিয়েও পূরণ করা যাবে না।”

Advertisement

এই মুহূর্তে কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে একটি দলের হয়েই ১৮ বছর খেলেছেন। ২৬৭টি ম্যাচে ৮৬৬১ রান করেছেন কোহলি। আটটি শতরান এবং ৬৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। বেঙ্গালুরু আইপিএল জেতার পর কাঁদতে দেখা গিয়েছিল কোহলিকে।

আইপিএল জয়ের পর কোহলি বলেছিলেন, “আমার ক্রিকেটজীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এই ট্রফিজয় অবশ্যই থাকবে। তবু বলব, টেস্ট ক্রিকেট খেলার তুলনায় এই ট্রফিজয় পাঁচ ধাপ নীচে থাকবে। টেস্ট ক্রিকেটকে এতটাই উপরে রাখি আমি। এতটাই ভালবাসি টেস্ট ক্রিকেটকে।”

কোহলি আরও বলেছিলেন, “যে সব তরুণ ক্রিকেটার উঠে আসছে তাদের বলব, সম্মানের সঙ্গে টেস্ট খেলো। যদি টেস্টে ভাল খেলো তা হলের বিশ্বের যে কোনও জায়গায় বুক ফুলিয়ে হাঁটতে পারবে। লোকে তোমার দিকে তাকিয়ে দেখবে। এগিয়ে এসে হাত মিলিয়ে বলবে, দারুণ খেলেছ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement