India vs England 2025

লর্ডস টেস্টে ভারতকে হারিয়েও পুরো পয়েন্ট পেল না ইংল্যান্ড, কেন কাটা গেল পয়েন্ট?

লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। তবে শাস্তির হাত থেকে বাঁচল না। অধিনায়ক বেন স্টোকস-সহ গোটা দলের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে। কাটা হয়েছে দুই পয়েন্ট। এই শাস্তি দিয়েছে আইসিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৩:১১
Share:

ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ছবি: রয়টার্স।

লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। টেস্ট সিরিজ়‌ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। তবে শাস্তির হাত থেকে বাঁচল না ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস-সহ গোটা দলের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে। কাটা হয়েছে দুই পয়েন্ট। এই শাস্তি দিয়েছে আইসিসি।

Advertisement

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার বল করতে পারেনি ইংল্যান্ড। দু’ওভার কম বল করায় শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিনে নেমে গিয়েছে তারা।

আইসিসি-র শৃঙ্খলাবিধির ২.২২ নম্বর মেনে ইংল্যান্ডকে শাস্তি দেওয়া হয়েছে। প্রতি ওভার কম বল করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ কাটা যায়। সেই অনুযায়ী ইংরেজ ক্রিকেটারদের ১০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে।

Advertisement

পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম বল করার জন্য এক পয়েন্ট করে কাটা হয়। তাই ইংল্যান্ডের দুই পয়েন্ট কাটা হয়েছে। স্টোকস শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হচ্ছে না।

তিনটি টেস্ট খেলে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ২৪। তা কমে হয়েছে ২২। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। সে কারণে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া রয়েছে সবার উপরে। তিনটি টেস্ট খেলে সব ক’টি জিতেছে তারা। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা, তৃতীয় ইংল্যান্ড। চতুর্থ স্থানে ভারত। তিনটির মধ্যে একটি টেস্ট জেতায় তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement