Pat Cummins and Nitin Menon

ভারতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক কামিন্সের, অস্ট্রেলিয়া সিরিজ়‌ জিতলেও থামছে না বিতর্ক, কী নিয়ে ঝামেলা?

ওয়েস্ট ইন্ডি‌জ়‌কে ৩-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ়‌ জিতেছে অস্ট্রেলিয়া। তবে বিতর্ক থামছে না আম্পায়ারিং নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ভারতীয় আম্পায়ার নীতীন মেননের তর্কাতর্কি নিয়ে এখনও বিতর্ক চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:১৮
Share:

প্যাট কামিন্স (বাঁ দিকে) এবং নীতীন মেনন। ছবি: সমাজমাধ্যম।

ওয়েস্ট ইন্ডি‌জ়‌কে ৩-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ়‌ জিতেছে অস্ট্রেলিয়া। তবে বিতর্ক থামছে না আম্পায়ারিং নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ভারতীয় আম্পায়ার নীতীন মেননের তর্কাতর্কি নিয়ে এখনও বিতর্ক চলছে। অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপ।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়‌ের প্রথম ইনিংসের ১৪তম ওভারে ঘটনাটি ঘটে। মিচেল স্টার্কের বল মিড অনে ঠেলে রান নিতে ছোটেন জন ক্যাম্পবেল। কামিন্স বলটি কুড়িয়ে সরাসরি থ্রো করেন নন-স্ট্রাইকারের প্রান্তে। ক্যাম্পবেল পৌঁছনোর সঙ্গে সঙ্গে বল উইকেট ভেঙে দেয়। তবে কামিন্স বা অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার আবেদন করেননি। স্লিপে থাকা ফিল্ডারেরাও চুপ ছিলেন।

সমস্যা তৈরি হয় মাঠের বড় পর্দায় ঘটনার রিপ্লে দেখানোর পর। দেখা যায়, কামিন্সের থ্রোয়ে বেল পড়ার সময় ক্যাম্পবেলের ব্যাট হাওয়ায় ছিল। অর্থাৎ তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করা হলে তিনি রান আউট দিতেন। তবে অস্ট্রেলিয়া আবেদন না করায় তৃতীয় আম্পায়ারকে বিষয়টি দেখার অনুরোধ করেননি মেনন।

Advertisement

কামিন্স এর পর মেননের দিকে এগিয়ে গিয়ে বলেন, “কেন আপনি পরীক্ষা করলেন না? এখন কি পরীক্ষা করতে পারেন?” মেনন জানান, অস্ট্রেলিয়া আবেদন করেনি বলেই তিনি তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠাননি। এমন সময় অসি ক্রিকেটার মার্নাস লাবুশেন জানান, তিনি আবেদন করেছিলেন। মেনন জানান, এখন আর কিছু করার নেই।

গত বছর এই দুই দেশের মধ্যে হওয়া একটি টি-টোয়েন্টি ম্যাচেও একই কাণ্ড ঘটেছিল। মিচেল মার্শের ছোড়া বলে আলজারি জোসেফকে রান আউট করে দিয়েছিলেন স্পেন্সার জনসন। তবে অস্ট্রেলিয়ার কেউ আবেদন না করায় মাঠের আম্পায়ারও আউট দেননি। সে বারও রিপ্লেতে আউট দেখানোর পর আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement