Samit Dravid

টি-টোয়েন্টি লিগে অবিক্রিত দ্রাবিড়-পুত্র, কর্নাটকের লিগে কোনও দলই কিনল না সমিতকে

রাহুল দ্রাবিড়ের ছেলে তিনি। তবে বাবার মতো ধ্রুপদী ক্রিকেট নয়, আধুনিক সময়ের রীতি মেনে আগ্রাসী ক্রিকেট খেলতেই পছন্দ করেন। তবু কর্নাটকের রাজ্য টি-টোয়েন্টি লিগে দল পেলেন না সমিত দ্রাবিড়। নিলামে অবিক্রিতই থেকে গেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১১:৪১
Share:

সমিত দ্রাবিড়। — ফাইল চিত্র।

রাহুল দ্রাবিড়ের ছেলে তিনি। বাবার মতো ধ্রুপদী ক্রিকেট নয়, আধুনিক সময়ের রীতি মেনে আগ্রাসী ক্রিকেট খেলতেই পছন্দ করেন। তবু কর্নাটকের রাজ্য টি-টোয়েন্টি লিগে দল পেলেন না সমিত দ্রাবিড়। নিলামে অবিক্রিতই থেকে গেলেন তিনি।

Advertisement

মঙ্গলবার কর্নাটকের মহারাজা ট্রফির নিলাম হয়। সেখানে কাড়াকাড়ি হয় রাজ্যের ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে। শেষ পর্যন্ত হাবলি টাইগার্স ১৩.২০ লক্ষ টাকায় কেনে পাড়িক্কলকে। অভিনব মনোহর এবং মণীশ পাণ্ডে বিক্রি হয়েছেন ১২.২০ লক্ষ টাকায়। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে বিদ্যার্থ কাবেরাপ্পার। শিবমোগা লায়ন্স তাঁকে কিনেছে ১০.৮০ লক্ষ টাকা দিয়ে। বেঙ্গালুরু ব্লাস্টার্স ৮.৩০ লক্ষে কিনেছে বিদ্যাধর পাটিলকে।

দ্রাবিড়ের ছেলে সমিত ছিলেন ‘সি’ বিভাগে। রাজ্য দলের জুনিয়র ক্রিকেটারদের সেই বিভাগে রাখা হয়েছিল। কিন্তু নিলামের পর বিক্রি হওয়া ক্রিকেটারদের নামের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নেই সমিতের নাম।

Advertisement

১৯ বছরের সমিত গত বছর খেলেছিলেন মাইসোর ওয়ারিয়র্সের হয়ে। ৫০ হাজার টাকায় তাঁকে কিনেছিল মাইসোর। সাতটি ম্যাচ খেলে ৮২ রান করেছিলেন সমিত। সর্বোচ্চ রান ৩৩। তবে বোলিং করার সুযোগ পাননি।

সমিত জোরে বোলার এবং অলরাউন্ডার। তবে গত বারের মহারাজা ট্রফিতে তাঁকে দিয়ে বল করানো হয়নি। সাতটি ম্যাচ খেলার পর দল থেকেও বাদ পড়েন। টি-টোয়েন্টিতে খারাপ ফর্মের কারণেই তিনি এ বার দল পাননি বলে মনে করা হচ্ছে।

গত বারের কোচবিহার ট্রফিতে অবশ্য ফর্মে ছিলেন সমিত। ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছিলেন। তবে হাঁটুর চোটের জন্য গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে অনূর্ধ্ব-১৯ ভারতের হয়ে খেলা হয়নি সমিতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement