India vs England

আইপিএল খেলতে এসে চোট ইংরেজ বোলারের, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে আগে উদ্বেগে ইংল্যান্ড

চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন জফ্রা আর্চার। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লুক উডকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২১:১০
Share:

(বাঁ দিকে) ব্রেন্ডন ম্যাকালাম এবং বেন স্টোকস (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের আগে উদ্বেগ ইংল্যান্ড শিবিরে। উদ্বেগের কারণ জফ্রা আর্চারের চোট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ় খেলতে পারবেন না আর্চার। গত ৪ মে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

Advertisement

আইপিএলে চোট পেয়েছেন আর্চার। তাঁর ডান হাতের বুড়ো আঙুলে লেগেছে। চোটের জন্য রাজস্থানের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ও। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লুক উডকে। আশা করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে সমস্যা হবে না তাঁর। উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।

আর্চারের চোট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘‘ডান হাতের বুড়ো আঙুলে চোটের জন্য ইংল্যান্ড এবং সাসেক্সের জোরে বোলার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে পারছে না। আগামী ১৫ দিন মেডিক্যাল টিমের সদস্যেরা ওর দেখভাল করবেন। তার পর বোঝা যাবে আবার কবে মাঠে ফিরতে পারবে আর্চার। এ অবস্থায় ল্যাঙ্কাশায়ারের জোরে বোলার লুক উডকে এক দিনের সিরিজ়ের দলে নেওয়া হয়েছে। ২৯ মে থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় শুরু হবে।’’

Advertisement

আইপিএলে রাজস্থানের হয়ে ১২টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন আর্চার। ভারতের বিরুদ্ধে তিনি শেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৪২টি উইকেট নিয়েছেন আর্চার। তিন বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বছরের বোলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement