India

T20 World Cup 2021: পাঁচটি কারণে হারল ভারত, কোথায় সমস্যা হল বিরাট কোহলীদের?

আবার ডুবলেন কোহলীরা। কেন হারতে হল ভারতকে? জেনে নিন কারণগুলি

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৫১
Share:
০১ ০৮

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে লজ্জার হার। বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গেল ভারতের।

০২ ০৮

কী কারণে হারতে হল বিরাট কোহলীর দলকে? পাঁচটি কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।

Advertisement
০৩ ০৮

আবার টসে হারলেন বিরাট কোহলী। এ বারের বিশ্বকাপে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।

০৪ ০৮

তবে টস হারলেও নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের আসল কারণ জঘন্য ব্যাটিং। ভারতের সব ব্যাটসম্যানই অত্যন্ত খারাপ শট নির্বাচন করে আউট হয়েছেন।

০৫ ০৮

ভারতের গোটা ইনিংসে মাত্র দু’টি ছয়, আটটি চার হয়েছে। কোহলী, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য মিলে মোট ৬০টি বল খেলেছেন। এই ৬০ বলে চার হয়েছে মাত্র একটি। হার্দিক চারটি মারেন। কোহলী, রোহিতের ব্যাট থেকে বাউন্ডারি আসেনি।

০৬ ০৮

ভারতীয় দলের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। আগের ম্যাচে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করা কোহলী এক ধাপ পিছিয়ে চার নম্বরে নামেন। রোহিতকে ওপেনিংয়ের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়।

০৭ ০৮

বল হাতে রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, শার্দূল ঠাকুরের ব্যর্থতা।

০৮ ০৮

যশপ্রীত বুমরা দুই উইকেট নেন। আর কোনও ভারতীয় বোলার উইকেট পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement