মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনের জার্সি পরে মহেন্দ্র সিংহ ধোনি (মাঝে)। ছবি: এক্স।
মহেন্দ্র সিংহ ধোনির বাইক প্রেম অজানা নয় ক্রিকেটপ্রেমীদের। তাঁর বাড়ির গ্যারাজে নানা ধরনের বাইক রয়েছে। বেশ কিছু গাড়িও রয়েছে। এ বার মাটি ছেড়ে আকাশে উড়তে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁকে ঘিরে তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংস ছাড়ার জল্পনাও। তাঁকে একটি ফুটবল ম্যাচে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে!
চেন্নাইয়ের একটি সংস্থা থেকে ড্রোন পাইলট প্রশিক্ষণ নিয়েছেন মাহি। অর্থাৎ মানবহীন আকাশযান বা ড্রোন চালানো শিখেছেন। গারুডা এরোস্পেস নামক সংস্থাটি ডিজিসিএ অনুমোদিত। সফল প্রশিক্ষণ পর্বের পর ড্রোন ওড়ানোর লাইলেন্স পেয়েছেন ধোনি। নিয়ম অনুযায়ী তাঁর লাইসেন্স আগামী ১০ বছর বৈধ থাকবে। অর্থাৎ, এ বার থেকে ড্রোন ওড়াতে পারবেন ধোনি।
ভারতকে দু’টি বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক ড্রোন ওড়ানোর লাইসেন্স পাওয়ায় উচ্ছ্বসিত গারুডা এরোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও অগ্নিশ্বর জয়প্রকাশ। তিনি বলেছেন, ‘‘ধোনি আমাদের সংস্থার অন্যতম বিনিয়োগকারী। সংস্থার বাণিজ্যিক দূতও। তাই প্রশিক্ষণের জন্য এই সংস্থাকেই বেছে নিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সে ধোনি সফল হওয়ায় আমাদের সংস্থার সম্পর্কে মানুষের আস্থা বাড়বে। ধোনি দেখিয়ে দিয়েছে, বয়স কোনও বাধা নয়। ওর সাফল্য আমাদের আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত এবং উৎসাহিত করবে। ধোনি আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল।’’ ধোনি নিয়ে অবশ্য প্রশিক্ষণ নিয়ে কোনও মন্তব্য করেননি। সল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অন্য দিকে ধোনির একটি ছবি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠেছে তিনি কি চেন্নাই সুপার সিংস ছাড়তে চলেছেন। একটি ফুটবল ম্যাচে মাহির গায়ে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনের জার্সি দেখা গিয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চেন্নাইয়ের সমর্থকেরা তাঁদের প্রিয় থালার গায়ে মুম্বইয়ের জার্সি দেখে বিস্মিত হয়েছেন। সিএসকের ঘরের ছেলের গায়ে আইপিএলের অন্য দলের জার্সি কি বিশেষ ইঙ্গিতবাহী? প্রশ্ন তুলছেন তাঁরা।