জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।
ইনিংসে বল করেছেন ২৮ ওভার। দিয়েছেন ৯৫ রান। পেয়েছেন মাত্র ১ উইকেট। ওভার প্রতি প্রায় চার রান করে দিয়েছেন। ২৮ ওভারের মধ্যে মাত্র পাঁচটা মেডেন। এটাই হল ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরাহের বোলিং পরিসংখ্যান। তাঁকে দেখে চেনা যাচ্ছে না। স্বাভাবিক ছন্দের ধারেকাছেও নেই বুমরাহ। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, এ বার টেস্ট থেকে অবসর নেওয়ার সময় এসেছে বুমরাহের।
গোটা ইনিংসে মাত্র এক বার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন বুমরাহ। গতিই বুঝিয়ে দিচ্ছে, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কাইফের মতে, বুমরাহের শরীর তাঁকে সমস্যায় ফেলছে। কাইফ বলেন, “আমার মনে হয় না পরের টেস্টগুলোয় আমরা বুমরাহকে দেখব। ও অবসরও নিয়ে নিতে পারে। বুমরাহের শারীরিক সমস্যা হচ্ছে। ওর বলের গতি কমে গিয়েছে। টেস্টে তো আর তুলোয় মুড়ে রাখা যায় না।”
হেডিংলেতে প্রথম টেস্টে প্রতি ঘণ্টায় গড়ে ১৪১ কিলোমিটার গতিতে বল করেছিলেন বুমরাহ। লর্ডসে তা কমে হয় ঘণ্টায় ১৩৭ কিলোমিটার। ম্যাঞ্চেস্টারে তা আরও কমে হয়েছে ঘণ্টায় ১৩৪ কিলোমিটার। অর্থাৎ, যত সিরিজ় এগোচ্ছে, তত বুমরাহের গতি কমছে। অর্থাৎ, লম্বা খেলার ধকল তিনি নিতে পারছেন না। একটা স্পেলে চার ওভারের বেশি করতে সমস্যা হচ্ছে ভারতীয় পেসারের। এতে ভারতেরই ক্ষতি হচ্ছে।
কাইফের মতে, বুমরাহের গতি কমে যাওয়া খারাপ ইঙ্গিত। তিনি বলেন, “বুমরাহ নিজেও বুঝতে পারছে ওর কোথায় সমস্যা হচ্ছে। ও নিজের ১০০ শতাংশ দিতে পারছে না। উইকেট নিতে পারছে না। দেশকে জেতাতে পারছে না। আমার মনে হয় এ বার ও নিজে থেকেই সরে যাবে। এটাই ওর শেষ সিরিজ় হতে পারে।”
ইংল্যান্ড সিরিজ়ের আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তার আগে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কাইফের মতে, বড় তারকাদের ছাড়াই এ বার ভারতের টেস্ট ক্রিকেট দেখার অভ্যাস তাঁদের করতে হবে। তিনি বলেন, “প্রথমে রোহিত, পরে কোহলি অবসর নিল। অশ্বিনও নেই। এ বার হয়তো বুমরাহ। আমার মনে হয়, এ বার আমাদের এই সেরাদের ছাড়াই টেস্ট দেখতে হবে।”