নীতীশ রেড্ডি। — ফাইল চিত্র।
চোট পাওয়ায় তৃতীয় টেস্টের পরেই ইংল্যান্ড সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন নীতীশ রেড্ডি। দেশে ফিরে বিপদে পড়লেন তিনি। পাঁচ কোটি টাকার মামলা হল ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। মামলা করেছে নীতীশেরই প্রাক্তন এজেন্ট সংস্থা। পাঁচ কোটি টাকা চাইছে তারা, যা নীতীশ দিতে রাজি হচ্ছেন না।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় চলার মাঝেই ওই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় নীতীশের। এর পর তিনি ভারতেরই এক ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে চুক্তি সই করেন। সেই ম্যানেজার ওই সফরে ছিলেন ভারতীয় দলের সঙ্গে।
দিল্লি হাইকোর্টে মামলা করে ওই সংস্থা জানিয়েছে, চুক্তি ভেঙেছেন নীতীশ। পাশাপাশি প্রাপ্য টাকাও দেননি সংস্থাকে। আগামী ২৮ জুলাই সেই মামলার শুনানি। সংস্থার আর্জি, একজন স্বাধীন বিচারপতি নিয়োগ করে বিষয়টার মীমাংসা করা হোক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি হাইকোর্ট।
২০২১-এ ওই সংস্থার সঙ্গে চুক্তি হয় নীতীশের। তার পরেই আইপিএলে ভাল খেলে গোটা বিশ্বের নজরে চলে আসেন নীতীশ। ওই সংস্থার মাধ্যমেই একাধিক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পান তিনি। বিভিন্ন সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তিও হয়। এক সূত্রের দাবি, এই ধরনের বিষয়গুলিতে ৯০ শতাংশ ক্ষেত্রে বিষয়টি দু’পক্ষের মধ্যে মিটমাট করে নেওয়া হয়। আদালতে শুনানির দরকার পড়ে না। কিন্তু নীতীশ কিছুতেই টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।'
মাঠের বাইরেও সময়টা ভাল যাচ্ছে না নীতীশের। টেস্টে সুযোগ পাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে শতরান করেছিলেন। কিন্তু আইপিএলে ভাল খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই সময় চোটও ছিল তাঁর। ইংল্যান্ড সফরের দলেও সুযোগ পান। কিন্তু দু’টি টেস্ট খেললেও কিছু করতে পারেননি। হাঁটুর চোটের কারণে শেষ দু’টি টেস্ট থেকে ছিটকে যান।