Yashasvi Jaiswal Sledges Ben Duckett

আবার নিশানায় ডাকেট! যশস্বীর সঙ্গে বিবাদ ইংরেজ ব্যাটারের, ওভালে চতুর্থ দিনেও বিতর্ক

ওভালে বিতর্ক থামছে না। এ বার ভারতের যশস্বী জয়সওয়ালের সঙ্গে বিবাদ হল বেন ডাকেটের। আবার নিশানায় ইংরেজ ওপেনার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:৫৮
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

বেন ডাকেটকে নিশানা করেই চলেছে ভারত। ওভালে দ্বিতীয় দিন ডাকেটকে আউট করে তাঁর গলা জড়িয়ে ‘বিদায়’ জানিয়ে বিতর্কে জড়িয়েছেন আকাশদীপ। চতুর্থ দিন ডাকেটের সঙ্গে বিবাদ হয়েছে যশস্বী জয়সওয়ালের। ফলে ওভালে বিতর্ক থামছেই না।

Advertisement

চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নামেন ডাকেট। মহম্মদ সিরাজের কয়েকটা বল তাঁর ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। সমস্যা হচ্ছিল ডাকেটের। ঠিক তখনই দেখা যায় পয়েন্ট থেকে ডাকেটের কাছে আসেন যশস্বী। ভারতীয় ক্রিকেটার বলেন, “কী হল? আমি তোমার শট দেখতে চাই। সুইপ, রিভার্স সুই মারো। এটা তো তোমার খেলার ধরন নয়।” তা শুনে জবাবে ডাকেট বলেন, “আমি তোমার কথা কেন শুনতে যাব?”

আকাশদীপের বিরুদ্ধে প্রথম ইনিংসে রিভার্স সুইপ, রিভার্স স্কুপ এমনকি, রিভার্স পুলও মারেন ডাকেট। তাতে রানও হয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে তেমন শট খেলতে দেখা যায়নি তাঁকে। ধৈর্য ধরে খেলছিলেন ইংরেজ ব্যাটার। সেই কারণেই হয়তো ডাকেটকে রাগানোর চেষ্টা করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই দায়িত্ব পালন করতে দেখা যায় যশস্বীকে। ভারতের সেই পরিকল্পনা কাজে লাগে। অর্ধশতরানের পর প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হন ডাকেট।

Advertisement

আকাশদীপ-ডাকেট বিতর্কের রেশ এখনও মেটেনি। ভারতীয় পেসারের শাস্তির দাবি করেছেন অনেকে। যদিও সেই বিষয়ে এখনও ইংল্যান্ড কোনও অভিযোগ করেনি। আইসিসি-ও কিছু জানায়নি। তার মাঝে ডাকেটকে আবার নিশানা করা হল।

ওভালে জো রুটের সঙ্গে বিবাদ হয়েছে প্রসিদ্ধের। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ভারতীয় পেসারের একটা বল খেলতে পারেননি রুট। তা দেখে প্রসিদ্ধ তাঁকে কিছু একটা বলেন। পরের বলেই চার মেরে পাল্টা রুটও অনেক কিছু বলেন প্রসিদ্ধকে। পরিস্থিতি সামলাতে আসরে নামেন আম্পায়ারেরা। যদিও পরে প্রসিদ্ধ জানিয়েছেন, তিনি রুটকে কোনও খারাপ কথা বলেননি। রুট যে ভাবে রেগে গিয়েছেন তাতে অবাক হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement