Prasidh Krishna on India's Comeback at Oval

১৫৫ রানে ইংল্যান্ডকে শেষ করার রহস্য ফাঁস, ওভাল টেস্টে তিন পেসার এক কোণে বসে কী ঠিক করেছিলেন, জানালেন প্রসিদ্ধ

ওভালে বল হাতে খারাপ শুরুর পরেও ম্যাচে ফিরেছে ভারত। কোন মন্ত্রে খেলা ঘোরালেন তাঁরা? ফাঁস করেছেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:৪৮
Share:

সতীর্থ যশস্বী জয়সওয়ালের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস প্রসিদ্ধ কৃষ্ণের। ছবি: পিটিআই।

ওভালে দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংসের শুরুটা দেখে মনে হয়েছিল, এক দিনেই খেলা ভারতের হাত থেকে বেরিয়ে যাবে। জাক ক্রলি ও বেন ডাকেটের ওপেনিং জুটিতে উঠেছিল ৯২ রান। তা-ও মাত্র ১৩ ওভারে। সেখান থেকে ম্যাচে ফিরেছে ভারত। পরের ১৫৫ রানে ইংল্যান্ডের সব উইকেট পড়ে গিয়েছে। ২৪৭ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। কী ভাবে ওভালে ম্যাচে ফিরল ভারত, রহস্য ফাঁস করেছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। ৪ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজও। ভারতের অপর পেসার আকাশদীপ নিয়েছেন ১ উইকেট। তিন পেসারের দাপটেই অল আউট হয়েছে ইংল্যান্ড। দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে প্রসিদ্ধ জানিয়েছেন, তাঁরা ঠিক করেছিলেন একজোট হয়ে খেলবেন। তারই ফল পেয়েছেন।

মধ্যাহ্নভোজের বিরতির আগে ইংল্যান্ডের মাত্র ১ উইকেট পড়েছিল। বিরতিতে পরিকল্পনা করেছিলেন দলের তিন পেসার। প্রসিদ্ধ বলেন, “আমরা তিন পেসার এক কোণে বসে ঠিক করেছিলাম, কী করতে হবে। নিজেদের বুঝিয়েছিলাম, যা হয়ে গিয়েছে, তাকে বদলাতে পারব না। কিন্তু এর পর আমরা একজোট হয়ে খেলব। ঠিক করেছিলাম, যদি একজনের সমস্যা হয় তা হলে বাকি দু’জন তাকে সাহায্য করব। একে অপরের উপর ভরসা রাখব। সেই সঙ্গে ঠিক লাইন ও লেংথে বল করব।”

Advertisement

প্রসিদ্ধ আরও জানিয়েছেন, শুরুতে রান দিলেও তাঁরা আগ্রাসন থেকে বেরিয়ে আসবেন না বলে ঠিক করেছিলেন। ইংল্যান্ডকে বোঝাতে চেয়েছিলেন যে তাঁরা একেবারেই চাপে নেই। প্রসিদ্ধ বলেন, “আমরা ঠিক করেছিলাম, শরীরী ভাষায় কোনও বদল হবে না। পরের দু’-তিন ঘণ্টা একই রকম আগ্রাসন নিয়ে বল করব। সেটাই করেছি। তা কাজে লেগেছে। ওদের ভুল শট খেলতে বাধ্য করেছি।”

ভারতের পেসারদের পরিকল্পনা কাজে লেগেছে। যেখানে ইংল্যান্ড শুরুতে ‘বাজ়বল’ খেলা শুরু করেছিল, সেখানে তারাই পরের দিকে খেই হারিয়েছে। একের পর এক উইকেট পড়েছে। শুরুতে দেখে মনে হচ্ছিল, বিশাল লিড হবে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের থেকে মাত্র ২৩ রানের লিড নিয়েছে তারা। খেলায় ভারতকে টিকিয়ে রেখেছেন পেসারেরা। সেই প্রত্যাবর্তনের কাহিনি এ বার শোনা গেল প্রসিদ্ধের মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement