Richa Ghosh Appoints ACP

পশ্চিমবঙ্গ পুলিশে যোগ রিচার, শিলিগুড়ির সহকারী কমিশনার হলেন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার

ভারতের হয়ে বিশ্বকাপ জেতার পরেই রিচা ঘোষকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এ বার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩
Share:

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (বাঁ দিকে) সঙ্গে রিচা ঘোষ। ছবি: এক্স।

ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জেতার পরেই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এ বার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।

Advertisement

বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তাঁর মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবি তোলেন রিচা।

রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। টুইট করেছে তারা। সেখানে লেখা, “ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।”

Advertisement

ভারতের মহিলা দল মুম্বইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরেই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার পুলিশে যোগ দিলেন রিচা।

আপাতত দেশের জার্সিতে খেলা নেই ভারতের মহিলা দলের। সামনে মেয়েদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছে বেঙ্গালুরু। তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement