ঋষভ পন্থের রান আউট হওয়ার সেই মুহূর্ত। ছবি: এক্স (টুইটার)।
লর্ডস টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগের ওভারে রান আউট হন ঋষভ পন্থ। লোকেশ রাহুলের সঙ্গে ভাল জুটি তৈরি করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অনায়াসে অপরাজিত থেকে চা বিরতিতে সাজঘরে ফিরতে পারতেন। অথচ ঝুঁকিপূর্ণ খুচরো রান নিতে গিয়ে আউট হয়ে যান পন্থ। কেন ও ভাবে রান নিতে গেলেন পন্থ? দিনের শেষে জানিয়েছেন লোকেশ রাহুল।
তৃতীয় দিনের খেলার শেষে ভারতীয় দলের পক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। সে সময় ওঠে পন্থের রান আউটের প্রসঙ্গ। রাহুল বলেছেন, ‘‘সকালে ওকে বলেছিলাম, চেষ্টা করব মধ্যাহ্নভোজের আগে শতরান পূর্ণ করতে। সেটাই ওর মাথায় ছিল। বিরতির আগের ওভারে শোয়েব বসির বল করতে এসেছিল। তখন মনে হয়, শতরানটা করে ফেলার ভাল সুযোগ রয়েছে। দুর্ভাগ্যবশত আমার শটটা সোজা ফিল্ডারের কাছে চলে যায়। চেষ্টা করেছিলাম চার মারার। কিন্তু সেটা হয়নি।’’
রাহুল আরও বলেছেন, ‘‘পন্থ তখন চাইছিল আমাকে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ করে দিতে। সেটা করতে গিয়েও পন্থ রানআউট হয়ে গিয়েছে। এটা ঠিকই, ওর আউটটা আমাদের ইনিংসের ছন্দ খানিকটা নষ্ট করে দেয়।’’ সতীর্থের পাশে দাঁড়িয়ে রাহুল আরও বলেছেন, ‘‘আমরা দু’জনেই খুব হতাশ হয়ে পড়েছিলাম। একটা বিষয় বুঝতে হবে। মধ্যাহ্নভোজের বিরতির কয়েকটা বল আগে কেউ আউট হতে চায় না।’’
আঙুলে চোট নিয়ে শনিবার ভালই ব্যাট করছিলেন পন্থ। চেনা মেজাজে দ্রুত রান তোলারও চেষ্টা করছিলেন। ব্যক্তিগত ৭৪ রানে আউট হয়ে যান। রাহুলের শতরানের স্বার্থে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেছিলেন। তাতেই ভেঙে যায় চতুর্থ উইকেটে ১৪১ রানের জুটি।