ভারতের বোলার মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।
গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। ম্যাচের পর বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়লেন মহম্মদ সিরাজ। চার ঘণ্টা পর বাতিল হয়ে গেল বিমান। বিমানসংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের পেসার। আর্জি জানিয়েছেন, কেউ যেন ওই সংস্থার বিমান না ধরেন। কোনও কারণ ছাড়াই তাঁদের বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সিরাজ।
বুধবার রাত ১১.৩৩ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিরাজ। জানান, চার ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করলেও বিমান ছাড়েনি। কখন ছাড়বে, তা-ও জানানো হয়নি বিমানসংস্থার তরফে। সিরাজ লেখেন, “গুয়াহাটি থেকে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২৮৮৪ বিমান সন্ধ্যা ৭.২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু বার বার জিজ্ঞাসা করা সত্ত্বেও বিমানসংস্থার তরফে কোনও যোগাযোগ করা হচ্ছে না। কোনও কারণ ছাড়াই ওরা বিমান ছাড়ার সময় পিছিয়ে যাচ্ছে। এই ঘটনা খুবই হতাশাজনক। যে কোনও যাত্রীর এটুকু জানার অধিকার তো রয়েছেই।”
সিরাজ আরও লেখেন, “বিমান ছাড়ার নির্ধারিত সময় পেরোনোর পর চার ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আমরা চুপচাপ বসে আছি। খুবই খারাপ অভিজ্ঞতা। যদি বিমান সংস্থা এই ঘটনার কারণ না জানায়, তা হলে সকলকে এই সংস্থার বিমানে না ওঠার অনুরোধ করব।”
সিরাজের পোস্টের কিছু ক্ষণ পরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে ক্ষমা চাওয়া হয়। তারা লেখে, “আপনার যে সমস্যা হয়েছে তার জন্য গভীর ভাবে দুঃখিত। পরিকাঠামোগত ত্রুটির কারণে ওই বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দরে থাকা আমাদের দল সকল অতিথিকেই প্রয়োজনীয় সাহায্য করছে। আমরা জানি পরিস্থিতি কতটা কঠিন। আপনার ধৈর্য এবং সহনশীলতার প্রশংসা জানাই। সব রকম সহায়তার জন্য আমরা তৈরি।” সিরাজ ঠিক কোন বিমানে বাড়ি ফিরেছেন এবং কতটা দেরি হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকা সিরিজ়টা মোটেই ভাল যায়নি সিরাজের। দু’টি টেস্টে মাত্র ছ’টি উইকেট নিয়েছেন তিনি। ৪৯ ওভার বল করে ১৭৪ রান দিয়েছেন। এক দিনের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। এখন দেখার, টি-টোয়েন্টি সিরিজ়ে ডাক পান কি না।