RR vs PBKS in IPL 2025

নেহাল, শশাঙ্কের অর্ধশতরান, রাজস্থানের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৯ তুলল পঞ্জাব

শনিবার আইপিএল শুরু হলেও বেঙ্গালুরু-কলকাতার খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। অবশেষে রবিবার ফের আইপিএল দেখতে পেলেন সমর্থকেরা। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৯/৫ তুলল পঞ্জাব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৭:১৪
Share:

অর্ধশতরানের পর নেহাল। ছবি: পিটিআই।

ভারত-পাক সংঘর্ষবিরতির পর শনিবার আইপিএল শুরু হলেও বেঙ্গালুরু-কলকাতার খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। অবশেষে রবিবার ফের আইপিএল দেখতে পেলেন সমর্থকেরা। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৯/৫ তুলল পঞ্জাব। অর্ধশতরান করেছেন নেহাল ওয়াধেরা এবং শশাঙ্ক সিংহ।

Advertisement

এ বারের আইপিএলে পঞ্জাবের টপ অর্ডারকে নিয়ে আলোচনা হচ্ছিল সর্বত্র। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংহ শুরুটা ভাল করে বিপক্ষের চাপ বাড়িয়ে দিচ্ছিলেন। তবে রবিবার দু’জনেই ব্যর্থ। তিন ওভারের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফিরে যান।

৭ বলে ৯ রান করে তুষার দেশপান্ডের বলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দেন আর্য। তৃতীয় ওভারে তুষার তুলে নেন প্রভসিমরনকেও (২১)। ব্যর্থ মিচেল ওয়েনও (০)।

Advertisement

বিপদের মুখে পঞ্জাবের হাল ধরেন শ্রেয়স আয়ার এবং নেহাল ওয়াধেরা। তিনটি উইকেট হারালেও পঞ্জাবের রানের গতি কমেনি। আগ্রাসী ব্যাটিং করেন নেহাল। শ্রেয়স একটা দিক ধরে রাখার দিকেই নজর দিয়েছিলেন। পাঁচটি চার মেরে ২৫ বলে ৩০ রানে ফেরেন শ্রেয়স।

তবে নেহাল আগ্রাসনের রাস্তা থেকে সরেননি। পাঁচটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৭০ রান করেন তিনি। চালিয়ে খেলেন শশাঙ্ক সিংহও। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৯ করে অপরাজিত থেকে যান তিনি। মেরেছিল পাঁচটি চার এবং তিনটি ছয়। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ ওমরজ়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement