ICC Women's World Cup

মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনে থাকবে না পাকিস্তান, শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে আসছে না পাক দল

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সে দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। গান গাইবেন শ্রেয়া ঘোষাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩
Share:

পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ছবি: এক্স।

ভারতে আসবে না পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এক দিনের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবেন না ফতিমা সানারা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজ় এই খবর জানিয়েছে। আগেই ঠিক হয়ে গিয়েছিল, প্রতিযোগিতার সব ম্যাচ তারা খেলবে শ্রীলঙ্কায়।

Advertisement

আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধন হবে। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নানা আয়োজন করছে। গান গাইবেন শ্রেয়া ঘোষাল। এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’-ও গেয়েছেন শ্রেয়া। ৩০ সেপ্টেম্বরের সেই অনুষ্ঠানে থাকবে না পাকিস্তান। প্রথম দিন মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসির মধ্যস্থতায় সমঝোতা হয়েছিল ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে। ভারতের কোনও ক্রিকেট দল যেমন পাকিস্তানে যায় না, তেমনই পাকিস্তানের কোনও ক্রিকেট দলও ভারতে আসবে না। এই দু’দেশের কেউ বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো প্রতিযোগিতার আয়োজক হলে অন্য দেশটি তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশে। সেই মতোই মহিলাদের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও ফতিমাদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা।

Advertisement

১২ বছর পর ভারতের মাটিতে আবার মহিলাদের বিশ্বকাপের আসর বসছে। এ বারের বিশ্বকাপে ভারতের চারটি স্টেডিয়ামে খেলা হবে। গুয়াহাটি ছাড়াও ইনদওর, বিশাখাপত্তনম ও নবি মুম্বইয়ে খেলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement