Rohit-Kohli Poster in India Vs West Indies Test

দিল্লি টেস্টে ‘রো-কো’! ভারত, ওয়েস্ট ইন্ডিজ়, শুভমনদের নিয়ে আগ্রহ নেই, অপেক্ষা শুধু আগামী রবিতে রোহিত, কোহলিকে দেখার

দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট চলাকালীন গ্যালারিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির নামে প্রচুর ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে। দুই ক্রিকেটারের জার্সি পরেও মাঠে এসেছেন দর্শকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:২৩
Share:

(উপরে) রোহিত, কোহলিকে ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আর্জি। রোহিত, কোহলির ছবি দিয়ে পোস্টার দিল্লির মাঠে (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

টেস্ট ক্রিকেটের গ্রহ থেকে দূরে তাঁরা। চলতি বছরই অবসর নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। দেশের জার্সিতে শেষ বার খেলতে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইপিএলের পর থেকে আর মাঠে নামেননি। অথচ তাঁরাই দর্শকদের পোস্টার, ব্যানারে। দিল্লিতে চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট। যে হাজার পাঁচেক দর্শক সেই টেস্ট দেখতে এসেছেন তাঁরা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখতে চাইছেন। তাঁদের আকুতি, অন্তত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেলুন দুই তারকা। এই সব পোস্টার, ব্যানারে কি দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরকে বার্তা দিচ্ছেন দর্শকেরা? তাঁরা কি বুঝিয়ে দিচ্ছেন, রোহিত, কোহলি ছাড়া এখনও অচল ভারতীয় ক্রিকেট?

Advertisement

দিল্লির মাঠে ১০ বছরের বাচ্চা ছেলে-মেয়ে হোক, বা তরুণ-তরুণী, কিংবা মধ্যবয়স্ক যুবক-যুবতী, বেশির ভাগ দর্শকের হাতে রোহিত, কোহলির সমর্থনে পোস্টার। কোথাও লেখা, ‘রোহিত, কোহলি, তোমাকে মিস্‌ করছি।’ কোনও পোস্টারে লেখা, ‘২০২৭ সালের বিশ্বকাপে রোহিত, কোহলিকে দেখতে চাই।’ আবার কেউ পোস্টারে লিখেছেন, ‘রোহিত, কোহলি, তোমরাই ভারতীয় ক্রিকেটের তারকা।’ শুধু পোস্টার বা ব্যানার নয়, রোহিত ও কোহলির নাম লেখা জার্সি পরেও এসেছেন অনেকে। কারও পরনে টেস্ট জার্সি। আবার কারও পরনে এক দিনের নীল জার্সি।

শুধু দর্শকেরাই নন, রোহিত-কোহলিকে নিয়ে আলোচনা করছেন সঞ্চালকেরাও। এখন তাঁরা কেমন ফর্মে রয়েছেন, আর কত দিন দেশের জার্সিতে তাঁদের দেখা যাবে তা নিয়ে তর্ক চলছে। আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গার, পার্থিব পটেলরা যত না এই টেস্ট নিয়ে আলোচনা করছেন, তার থেকেও বেশি কথা হচ্ছে রোহিত, কোহলিকে নিয়ে। মধ্যাহ্নভোজের বিরতিতেও পুরো ৪০ মিনিট রোহিত, কোহলিকে নিয়েই কথা হয়েছে।

Advertisement

পিছিয়ে নেই সম্প্রচারকারী চ্যানেলও। সেখানে বার বার ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ের সূচি দেখানো হচ্ছে। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ়েই রোহিত, কোহলিকে দেখা যাবে। এক দিনের পর টি-টোয়েন্টি সিরিজ়ও রয়েছে। সেই সিরিজ়ের সূচি কিন্তু দেখানো হচ্ছে না। দুই ক্রিকেটারেরা প্রস্তুতি দেখানো হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের পুরনো ইনিংসের ভিডিয়ো চলছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা রোহিত, কোহলিকে নিয়ে কথা বলছেন। হঠাৎ দেখলে গুলিয়ে যেতে পারে যে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট চলছে, না রোহিত-কোহলির খেলা নিয়ে প্রোমো।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় দেখা গিয়েছিল, রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। নির্বাচক প্রধান আগরকর স্পষ্ট করে দিয়েছিলেন, ২০২৭ সালের বিশ্বকাপে দুই তারকার খেলা নিশ্চিত নয়। যদিও নতুন অধিনায়ক শুভমন বলেছেন, রোহিত-কোহলিকে মাথায় রেখেই বিশ্বকাপের দল তৈরি হবে। অর্থাৎ, নির্বাচক প্রধান ও অধিনায়কের কথা সম্পূর্ণ আলাদা।

অহমদাবাদ টেস্ট চলাকালীন মুম্বইয়ের আজাদ ময়দানে প্রস্তুতি সারছিলেন রোহিত। তাঁর বন্ধু তথা কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারও ছিলেন সেখানে। সেই টেস্টে যা দর্শক এসেছিলেন, তার থেকে বেশি দর্শক ছিলেন রোহিতের অনুশীলনে। তখনই দর্শকেরা বুঝিয়ে দিয়েছিলেন, তাঁরা কাদের নিয়ে বেশি মাতামাতি করছেন। তা থেকেই স্পষ্ট, ভারতের ক্রিকেট এখনও রোহিত, কোহলিকে ঘিরেই চলছে। তাঁরা না থেকেও রয়েছেন। দুই ফরম্যাট থেকে অবসর নিলেও, কেরিয়ারের শেষ প্রান্তে এসেও তাঁরাই এখনও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement