Probable XI

T20 World Cup 2021: বুধবার কোহলীদের সামনে আফগানিস্তান, কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

এ বারের বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত খেলায়নি অশ্বিন ও রাহুল চাহারকে। বুধবার আফগানিস্তান ম্যাচে এই দুই স্পিনারের কি জায়গা হবে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৪:০৬
Share:
০১ ১২

প্রথম দুটি ম্যাচে হার। কেউ বলছেন, এ বার বিরাট কোহলীদের দলে বেশ কিছু বদল করা উচিত। কেউ বলছেন অতিরিক্ত পরিবর্তন করলে ফল আরও খারাপ হবে। দেখে নেওয়া যাক, ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।

০২ ১২

লোকেশ রাহুল: এই বিশ্বকাপে ওপেনিংয়ের জায়গা থেকে রাহুলকে সরানোর তেমন সম্ভাবনা নেই।

Advertisement
০৩ ১২

রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের জায়গা থেকে সরানো হয়েছিল রোহিতকে। কোনও লাভ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতই ওপেন করবেন।

০৪ ১২

বিরাট কোহলী: আগের ম্যাচে ব্যাটিং অর্ডার বদলানোর জন্য কোহলীকে চারে নামতে হয়েছিল। তিনি নিজের পরিচিত জায়গায় ফিরবেন।

০৫ ১২

ঈশান কিশন: সূর্যকুমার যাদবের জায়গায় ঈশানকে খেলানো হয়েছিল। ওপেন করতে পাঠানো হয়েছিল। কাজে লাগেনি পরিকল্পনা। তাঁকেই হয়ত এ বার চার নম্বরে খেলানো হবে।

০৬ ১২

ঋষভ পন্থ: উইকেটকিপারের জায়গায় ঋষভ নিশ্চিত।

০৭ ১২

শার্দূল ঠাকুর: আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। রান করতে পারেননি। বল হাতেও সফল হননি। হয়ত আরও সুযোগ পাবেন শার্দূল।

০৮ ১২

রবীন্দ্র জাডেজা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তিনি সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেছিলেন। তা ছাড়া দলে আর কোনও বাঁহাতি স্পিনার নেই।

০৯ ১২

বরুণ চক্রবর্তী: যশপ্রীত বুমরার সঙ্গে বোলিং শুরু করেছিলেন। উইকেট না পেলেও ভারতীয় বোলারদের মধ্যে বুমরার পরে তিনিই সবথেকে কম রান দিয়েছেন।

১০ ১২

রাহুল চাহার: এখনও খেলানো হয়নি। হার্দিক পাণ্ড্যর জায়গায় খেলানো হতে পারে এই লেগ স্পিনারকে।

১১ ১২

ভুবনেশ্বর কুমার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামিকে দিয়ে এক ওভার বল করানো হয়েছিল। ১১ রান দিয়েছিলেন। তাঁর জায়গায় ফিরতে পারেন ভুবনেশ্বর।

১২ ১২

যশপ্রীত বুমরা: সফল হোন, বা ব্যর্থ, বুমরাকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement