India vs England 2025

ভারতের জয়ে মুগ্ধ কোহলি, সচিনেরা, আলাদা করে এক ক্রিকেটারের প্রশংসা করলেন বিরাট

ইংল্যান্ড সিরিজ়‌ শুরুর আগে আচমকা টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে ভারতের খেলায় চোখ রেখেছেন। তাই ওভালে জয়ের পর গোটা দলের পাশাপাশি আলাদা করে একজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২১:৪০
Share:

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

সব ঠিক থাকলে ইংল্যান্ড সিরিজ়ে খেলতে দেখা যেত তাঁকেও। সিরিজ়‌ শুরুর আগে আচমকা টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে ভারতের খেলায় চোখ রেখেছেন। তাই ওভালে জয়ের পর তিনি চুপ থাকতে পারলেন না। গোটা দলের পাশাপাশি আলাদা করে এক জন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন কোহলি। অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়েরাও।

Advertisement

ভারতের জয়ের পর কোহলি লেখেন, “টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। সিরাজ এবং প্রসিদ্ধের জেদ এবং দৃঢ়তাই আমাদের অসাধারণ ভাবে জিততে সাহায্য করেছে। আলাদা করে সিরাজের কথা বলতে চাই। দলের জন্য সব কিছু বাজি রাখতে পারে ও। খুব খুশি সিরাজের জন্য।”

উল্লেখ্য, আইপিএলে দীর্ঘ দিন সিরাজের সঙ্গে খেলেছেন কোহলি। জাতীয় দলেও একসঙ্গে খেলেছেন। অনেকেই বলেন, কোহলির মধ্যে যে আগ্রাসন ছিল তা এখন দেখা যায় সিরাজের মধ্যে। কোহলির অন্যতম প্রিয় ক্রিকেটারও সিরাজ।

Advertisement

সচিন লিখেছেন, “টেস্ট ক্রিকেট শরীরের শিহরন জাগিয়ে দিল। সিরিজ ২-২, পারফরম্যান্স ১০/১০। ভারতের সুপারম্যানেরা কী অসাধারণ জয় পেল।” সৌরভ লিখেছেন, “ভারতের অসাধারণ জয়। টেস্ট ক্রিকেট অন্য যে কোনও ফরম্যাটের থেকে অনেক এগিয়ে। দলের সব সদস্য এবং কোচেদের অভিনন্দন। অসাধারণ শুভমন গিল। বিশ্বের যে প্রান্তই হোক, সিরাজ কখনওই হতাশ করেনি। দারুণ লাগে ওর বোলিং দেখতে। প্রসিদ্ধ, আকাশদীপ, জয়সওয়ালও ভাল খেলেছে। জাডেজা, ওয়াশিংটন, পন্থের কাছেও ব্যতিক্রমী সিরিজ়‌ গেল। তরুণ দলের দারুণ ধারাবাহিকতা দেখতে পাচ্ছি।”

অজিঙ্ক রাহানে লিখেছেন, “টেস্ট ক্রিকেট এর চেয়ে ভাল আর হয় না। রুদ্ধশ্বাস লড়াই, চাপের মুহূর্ত এবং ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা। দারুণ খেলেছ ভারত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement