ICC ODI World Cup 2023

বিশ্বকাপে রোহিতদের মিডল অর্ডার বেছে দিলেন সহবাগ, কারা থাকলেন? কারা বাদ গেলেন?

ভারতের মিডল অর্ডারে কাদের খেলানো উচিত তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। বিশ্বকাপে কোন দু’জনকে খেলানো উচিত তা জানিয়ে দিলেন বীরেন্দ্র সহবাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ১৭:১৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

এক দিনের বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে কাদের খেলানো উচিত তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। তালিকায় রয়েছেন লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার ও ঈশান কিশন। এই চার জন ব্যাটারের মধ্যে কোনও দু’জনকে খেলাতে পারবেন রোহিত শর্মারা। বিশ্বকাপে কোন দু’জনকে খেলানো উচিত তা জানিয়ে দিলেন বীরেন্দ্র সহবাগ।

Advertisement

একটি সাক্ষাৎকারে ভারতের মিডল অর্ডার বেছে নিয়েছেন সহবাগ। তিনি বলেন, ‘‘ভারতের ছয় ও সাত নম্বর নিশ্চিত। হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা খেলবেই। তা হলে বাকি থাকল চার ও পাঁচ নম্বর জায়গা। চার নম্বরে আমি শ্রেয়সকে রাখব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে ও নিজের জায়গা পাকা করে নিয়েছে। পাঁচ নম্বরে খেলবে রাহুল। চোট সারিয়ে ফিরে ধারাবাহিকতা দেখিয়েছে রাহুল। তাই সূর্য ও ঈশানের জায়গা পাওয়া মুশকিল।’’

তবে ঈশানের একটা হালকা সুযোগ রয়েছে বলে মনে করেন সহবাগ। তার একমাত্র কারণ, ঈশান বাঁ হাতি ব্যাটার। ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটার কম থাকায় কোনও কোনও ম্যাচে ঈশানকে খেলানো হতে পারে। সহবাগ বলেন, ‘‘ভারতীয় দলের ভারসাম্যের উপরেও অনেক কিছু নির্ভর করছে। হার্দিক ১০ ওভার বল করতে পারলে ভারতের এক জন বোলার কম খেলালেও চলবে। সে ক্ষেত্রে সূর্যের আগে ঈশানকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। ও থাকলে ভারতীয় দলে বৈচিত্র বাড়বে।’’

Advertisement

রোহিত জানিয়েছেন, তাঁর দলের সব ক্রিকেটারেরই সমান সুযোগ রয়েছে প্রথম একাদশে সুযোগ পাওয়ার। ম্যাচ ও পরিস্থিতি দেখে তার পরেই প্রথম একাদশ ঠিক করা হবে। তাই দলের সবাইকে তৈরি থাকার বার্তা দিয়েছেন তিনি। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু এক দিনের বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement