Lucio Hospitalised

আগুনে পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার, অবস্থা আপাতত স্থিতিশীল

হাসপাতালে ভর্তি করানো হল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার লুসিয়োকে। বাড়িতেই একটি দুর্ঘটনার জেরে পুড়ে গিয়েছেন তিনি। শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৮:৩৯
Share:

ব্রাজিলের প্রাক্তন ফুটবলার লুসিয়ো। — ফাইল চিত্র।

হাসপাতালে ভর্তি করানো হল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার লুসিয়োকে। বাড়িতেই একটি দুর্ঘটনার জেরে পুড়ে গিয়েছেন তিনি। শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

Advertisement

হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লুসিয়ো এখন স্থিতিশীল রয়েছেন। জেগেও আছেন। প্রয়োজনীয় সব চিকিৎসাই দেওয়া হচ্ছে তাঁকে। শরীরের যে সব জায়গা পুড়ে গিয়েছে সেখানে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে।

লুসিয়োর স্ত্রী মারিলিয়া ফর্গিয়ারিনি ব্রাজিলের এক সংবাদপত্রে জানিয়েছেন, ব্রাসিলিয়ায় নিজের বাড়িতেই দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁর স্বামী। বায়োইথানল পরিচালিত একটি জৈবিক চিমনির বিস্ফোরণের কারণে আহত হয়েছেন লুসিয়ো। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছু ক্ষণ জ্ঞানও ছিল না তাঁর।

Advertisement

২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন লুসিয়ো। তবে মনে থাকবে ২০০২-এ ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য। পাশাপাশি ২০১০-এ ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগও জেতান। ক্লাবজীবনে বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, ইন্টার এবং জুভেন্টাস ছাড়াও ব্রাজিলের সাও পাওলো এবং পামেইরাসের হয়ে খেলেছেন লুসিয়ো।

ইন্টারে থাকার সময় দু’টি সিরি এ খেতাব, দু’টি কোপ্পা ইটালিয়া, চ্যাম্পিয়ন্স লিগ, সুপারকোপা ইটালিয়ানা এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। বায়ার্নের হয়ে তিনটি বুন্দেশলিগা জিতেছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ছাড়াও জিতেছেন কনফেডারেশন কাপ। ২২ বছরের ফুটবলজীবনে লুসিয়ো জিতেছেন ১৭টি ট্রফি।

ভারতে এসে আইএসএলেও খেলেছেন লুসিয়ো। ২০১৫-১৬ মরসুমে গোয়ার হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement