Lionel Messi

১২ ঘণ্টাও বাকি নেই, বিশ্বকাপ জেতার পর প্রথম মাঠে নামছেন মেসি

দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছেন। এ বার ক্লাবের হয়ে খেলতে গিয়েছেন লিয়োনেল মেসি। অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। ক্লাবের হয়ে বুধবার প্রথম খেলতে নামবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৩:৫৯
Share:

দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন লিয়োনেল মেসি। এ বার ক্লাবের জার্সিতে কবে মাঠে নামবেন তিনি? —ফাইল চিত্র

বিশ্বকাপ জিতে ক্লাবের হয়ে অনুশীলন শুরু করেছেন লিয়োনেল মেসি। তবে তিনি কবে মাঠে নামবেন তা জানা যাচ্ছিল না। অবশেষে জানা গিয়েছে, বুধবার লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিরুদ্ধে খেলতে নামবেন মেসি। ঘরের মাঠে এই ম্যাচ খেলবে প্যারিস সঁ জরমঁ। ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে শুরু হবে খেলা।

Advertisement

বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে এই মরসুমে ১৯টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২টি গোল। কিন্তু বিশ্বকাপের পরে পিএসজি-র হয়ে দু’টি ম্যাচে খেলেননি মেসি। তার মধ্যে একটি ম্যাচে হেরেছে ক্লাব। লিগ ওয়ানে পয়েন্ট তালিকায় একদম নীচে রয়েছে অ্যাঙ্গার্স। শেষ ৯টি ম্যাচে হেরেছে তারা। তাদের বিরুদ্ধে আরও এক বার ক্লাব ফুটবল শুরু করতে পারেন লিয়ো।

প্যারিসের ক্লাবের সঙ্গে প্রথমে ২ বছরের চুক্তি হয়েছিল মেসির। সেই চুক্তি শেষের পথে। বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে চাইছে ক্লাব। তার আগে কয়েকটি ম্যাচে তাঁকে দেখে নিতে চাইছে পিএসজি ম্যানেজমেন্ট।

Advertisement

এই প্রসঙ্গে পিএসজি কোচ ক্রিস্টোফ গালচিয়ে বলেছেন, ‘‘আমি শুনেছি মেসির সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছে। কিন্তু সেটা কত দূর এগিয়েছে তা জানি না। তবে আমার মনে হয় মেসি পিএসজি-তে ভাল আছে। ও নিশ্চয়ই এই ক্লাবে খেলতে চাইবে।’’

বিশ্বকাপ জিতে দেশে ফিরে পরিবারের সঙ্গে বেশ কয়েক দিন সময় কাটিয়েছেন মেসি। তার পরে তিনি ফ্রান্সে ফিরেছেন ক্লাব ফুটবল খেলতে। প্যারিস সঁ জরমঁর মাঠে মেসিকে ‘গার্ড অফ অনার’ দেন ক্লাবের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। সেখানে অবশ্য ছিলেন না বিশ্বকাপ ফাইনালে মেসিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। ছিলেন না বিশ্বকাপে নজর কাড়া মরক্কোর আশরফ হাকিমিও। ক্লাবের মালিক মেসির হাতে একটি বিশেষ উপহার তুলে দেন। মেসিকে দেখতে প্যারিস বিমানবন্দরের বাইরেও ভিড় জমেছিল। যে দেশকে হারিয়ে মেসি বিশ্বকাপ জিতেছেন সেই দেশেই স্বাগত জানানো হয়েছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন