Durand Cup Derby

ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানের অভিজ্ঞতা বনাম ইস্টবেঙ্গলের চমক! রবিবার বাজিমাত করবে কারা?

রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। এই ডার্বিতে নামার আগে ধারেভারে কে এগিয়ে? খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৮:৫৮
Share:

(উপরে) ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো (বাঁ দিকে) এবং মোহনবাগানের কোচ হোসে মোলিনা। (নীচে বাঁ দিক থেকে) শৌভিক চক্রবর্তী, হামিদ আহদাদ, জেমি ম্য়াকলারেন এবং লিস্টন কোলাসো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দু’দলকে খুব একটা আলাদা করা যাচ্ছে না। গ্রুপ পর্বে দু’দলই তিনটে ম্যাচ জিতেছে। দু’দলই দিয়েছে ১২টা গোল। দু’দলেই বিদেশির পাশাপাশি নজর কেড়েছেন দেশীয় ফুটবলারেরা। দু’দল যা ছন্দে রয়েছে তাতে ডুরান্ডের ফাইনালে দেখা হলে হয়তো সবচেয়ে ভাল হত। কিন্তু কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি তারা। অর্থাৎ, ফাইনালের আগে আরও একটা ‘ফাইনাল’। রবিবার ডার্বিতে নামার আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে কেউ কি এগিয়ে রয়েছে? উত্তর হল, না। এ বার দু’দল ৫০-৫০। সেই কারণেই হয়তো এই ডার্বির দিকে দুই প্রধানের সমর্থকদের নজর আরও বেশি।

Advertisement

দুই প্রধানের দলের দিকে তাকালে গত কয়েক বছরের ছবিই দেখা যাবে। মোহনাবাগানের মূল দল একই রয়েছে। শুধু দেশীয় নয়, তাদের পাঁচ বিদেশি ফুটবলারও পুরনো। গত মরসুমে তাঁরা এই দলেই খেলেছেন। অন্য দিকে ইস্টবেঙ্গলে প্রচুর নতুন মুখ। বিদেশি ব্রিগেড প্রায় পুরোটাই নতুন।

বাগানের পাঁচ বিদেশি জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমি পেত্রাতোস, টম অলড্রেড ও আলবের্তো রদ্রিগেজ়ের কাছে ডার্বি নতুন নয়। গত মরসুমে আইএসএলে দুটো ডার্বি খেলে দুটোই জিতেছেন তাঁরা। জানেন, এই ম্যাচে চাপ কতটা থাকে। সেই চাপ সামলাতেও জানেন। অন্য দিকে ইস্টবেঙ্গলের ছয় বিদেশির মধ্যে ডার্বিতে পাঁচ জনকে পাওয়া যাবে। বাবা মারা যাওয়ায় দেশে ফিরে গিয়েছেন প্যালেস্টাইনের মহম্মদ রশিদ। বাকি পাঁচ জনের মধ্যে দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপোর ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে। তিন বিদেশি মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিলে ও হামিদ আহদাদ এ বারই প্রথম ডার্বিতে নামবেন।

Advertisement

তা হলে কী ভাবে দুই দল প্রায় একই জায়গায় রয়েছে? গত কয়েক বছরে তো বার বার নতুন দল নিয়ে ডুবেছে ইস্টবেঙ্গল। বোঝাপড়ায় সমস্যা হয়েছে। ডার্বির চাপ সামলাতে না পেরে হারতে হয়েছে। আইএসএলে এখনও পর্যন্ত ডার্বি জিততে পারেনি লাল-হলুদ। দু’বছর আগে গ্রুপ পর্বে বাগানকে হারালেও ফাইনালে তাদের কাছেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ছবিই এ বার দেখা যাবে না

তার উত্তর দেবে ডুরান্ডের গ্রুপ পর্ব। এ বার অনেক আগে থেকে দল গুছিয়েছে ইস্টবেঙ্গল। বিদেশিদের বাছতে বেশি সময় নষ্ট করেননি কোচ অস্কার ব্রুজ়ো। তাঁরা বেশ কিছু দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে দলের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের সময় বেশি লাগেনি। তার ফল ডুরান্ডে দেখা গিয়েছে। নতুন দলের হয়ে রশিদ, হামিদেরা গোলের মধ্যে রয়েছেন। পাশাপাশি এ বারই ইস্টবেঙ্গলে আসা বিপিন সিংহও গোলে রয়েছেন। ফলে এ বার পিছিয়ে নেই লাল-হলুদ।

ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দু’দলই রুদ্ধদ্বার অনুশীলন করেছে। হোসে মোলিনা ও ব্রুজ়ো, কেউ একে অপরকে হাতের তাস দেখাতে চাইছেন না। মোলিনার শক্তি তাঁর দলের অভিজ্ঞতা। পাঁচ বিদেশির পাশাপাশি লিস্টন কোলাসো দুরন্ত ফর্মে। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আপুইয়ারা ভাল খেলছেন। গোলের নীচে ভাল দেখাচ্ছে বিশাল কাইথকেও।

উল্টো দিকে ইস্টবেঙ্গলের শক্তি তাদের চমক। নতুন বিদেশিদের এখনও খুব বেশি দেখেননি মোলিনা। ফলে তাঁরা মাঠে নেমে কী করবেন, তা বোঝা মুশকিল। তাঁদের বিরুদ্ধে পরিকল্পনা করা মুশকিল। ব্রুজ়ো হয়তো এমন পরিকল্পনা করলেন, যার বিকল্প খুঁজতে সমস্যা হল মোলিনার। তবে ব্রুজ়োর একটা সমস্যাও রয়েছে। তিনি জানেন না, হামিদেরা ডার্বির চাপ সামলাতে পারবেন কি না। সে দিক থেকে মোলিনা নিশ্চিন্ত। পেত্রাতোস, কামিংসেরা বহু যুদ্ধে নেমেছেন। বাগানের দেশীয় ফুটবলারদের মধ্যে ভারতীয় দলে খেলা ফুটবলারের সংখ্যা বেশি। কিন্তু ইস্টবেঙ্গলও এ বার খুব পিছিয়ে নেই। ফাঁক ভরাট করেছেন ব্রুজ়ো। এই পরিস্থিতিতে লড়াই সেয়ানে-সেয়ানে।

এ কথা ঠিক, ডার্বির ফল কী হবে তা আগে থেকে বোঝা মুশকিল। অতীতে বহু বার দেখা গিয়েছে, ভাঙা দল নিয়েও ডার্বি জিতেছে দুই প্রধানই। সে কথা জানেন দুই কোচ। তাঁরা জানেন, ম্যাচের চাপ যে দল ভাল সামলাতে পারবে তারাই জিতবে। ফয়সালা হবে ৯০ মিনিটে। সেই ৯০ মিনিট নিজের দখলে করতেই নামবেন দুই স্প্যানিশ কোচ।

রবিবার সন্ধ্যা ৭টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। খেলা সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement