Kylian Mbappe Hospitalized

হাসপাতালে ভর্তি করাতে হল এমবাপেকে, ক্লাব বিশ্বকাপে অনিশ্চিত, সমস্যায় রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের মাঝে হাসপাতালে ভর্তি করাতে হল কিলিয়ান এমবাপেকে। বাকি প্রতিযোগিতায় তিনি অনিশ্চিত। ফলে সমস্যায় পড়বে রিয়াল মাদ্রিদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৫৫
Share:

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

হাসপাতালে ভর্তি করাতে হল কিলিয়ান এমবাপেকে। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের সমস্যা) আক্রান্ত। ফলে ক্লাব বিশ্বকাপে তাঁর অভিযান তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে।

Advertisement

রিয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের ফুটবলার এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন এবং বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ বুধবার আল হিলালের সঙ্গে ১-১ ড্র হওয়া ম্যাচে এই ফরাসি ফুটবলারকে খেলায়নি রিয়াল। তার পরিবর্তে দলে ডাকা হয়েছিল গঞ্জালো গার্সিয়াকে, যিনি লস ব্লাঙ্কোসের হয়ে একমাত্র গোলটি করেছিলেন।

আল হিলাল ম্যাচের আগে রিয়ালের কোচ জাবি আলোনসো জানিয়ে দিয়েছিলেন, এমবাপে ক্লাব বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসার পর থেকেই অসুস্থ। মঙ্গলবার থেকেই তিনি অনুশীলন করছেন না। জাবি বলেন, “বুধবার সকালে এমবাপে একটু ভাল বোধ করছিল। কিন্তু খুব গরম ছিল বলে ওকে অনুশীলন করাইনি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আগামিকাল সকালে সিদ্ধান্ত নেব।”

Advertisement

ক্লাব বিশ্বকাপে রিয়ালের পরের ম্যাচ রবিবার। সে দিন উত্তর ক্যারোলিনার শার্লটে পাচুকার মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করা রিয়াল এই ম্যাচ না জিতলে সমস্যায় পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement