Bengal wins U-14 Sub Junior title

দশ বছর পর সাব-জুনিয়র ফুটবলে ভারতসেরা বাংলা, ফাইনালে হ্যাটট্রিক মোহনবাগানের সাগ্নিকের

দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র জাতীয় ফুটবলে দেশের সেরা বাংলা। বৃহস্পতিবার অমৃতসরে ফাইনালে দিল্লিকে ৩-০ হারিয়েছে তারা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচের সেরা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টে খেলা সাগ্নিক কুণ্ডু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ২২:১৪
Share:

ট্রফি নিয়ে বাংলার সাব-জুনিয়র দল। ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র জাতীয় ফুটবলে দেশের সেরা বাংলা। বৃহস্পতিবার অমৃতসরে ফাইনালে দিল্লিকে ৩-০ হারিয়েছে তারা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচের সেরা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টে খেলা সাগ্নিক কুণ্ডু। ১০টি গোল করে প্রতিযোগিতার সেরা ফুটবলারও হয়েছে সে। এই নিয়ে ১৪ বার সাব-জুনিয়র ট্রফি জিতল বাংলা। এই নজির আর কোনও রাজ্যের নেই।

Advertisement

ফাইনালে ওঠার পথে বাংলা গ্রুপ পর্বে ৩-০ হারিয়েছে কর্ণাটককে, ৪-০ হারিয়েছে অসমকে, ৪-০ হারিয়েছে উত্তরপ্রদেশকে। সেমিফাইনালে পিছিয়ে পড়েও মণিপুরকে হারিয়েছে ৩-২ গোলে। তবে ফাইনাল একপেশে হয়ে দাঁড়ায়। প্রথম বার ফাইনাল খেলতে নামা দিল্লি লড়াই করতেই পারেনি।

১২ মিনিটেই এগিয়ে যায় বাংলা। সিদু সোরেনের অসাধারণ স্কিল এবং গতিতে পরাস্ত হয় দিল্লি। একাই বিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে সে বক্সে বল রাখে। দিল্লির গোলকিপার জপজ্যোত সিংহ তা ধরতে পারেনি। সাগ্নিক ফাঁকা গোলে বল ঠেলে দেয়। ৪১ মিনিটে দশ জনে হয়ে যায় দিল্লি। সাগ্নিককে বক্সের বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে নিংথৌজাম থোইথোইবা। ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে সাগ্নিক। দিল্লির রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগায় সে। এ বারও ফাঁকা গোলে বল ঠেলে। তৃতীয় গোলটিও দ্বিতীয়টির মতোই। দিল্লির রক্ষণের ভুলে হ্যাটট্রিক করে সাগ্নিক।

Advertisement

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এক বিবৃতিতে তিনি বলেছেন, “অমৃতসরে আয়োজিত অনূর্ধ্ব ১৪ সাব-জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা ৩-০ গোলে দিল্লিকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর আবার ভারতসেরা হল। বাংলার এই দলে নিয়মিত প্রথম একাদশে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল একাডেমি’ থেকে পাঁচ ফুটবলার প্রতিনিধিত্ব করেছে। তারা হল অতনু মুর্মু (মিডফিল্ডার), উরচিন সাহা (গোলকিপার), সবুজ মণ্ডল (সেন্ট্রাল ব্যাক), সৌম্যদীপ বারুই (সেন্টার ব্যাক), সুমন গুইন (গোলকিপার)। ভারতসেরা হওয়ার জন্য বাংলার খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে শুভেচ্ছা রইল অনুর্ধ-১৪ ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।”

মোহনবাগান সুপার জায়েন্টের অনূর্ধ্ব-১৪ দলের ৬ জন ফুটবলার এই বাংলা দলে আছে। বাংলার কোচ গৌতম ঘোষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement