ICC World Cup 2019

বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই কি অবসর ধোনির? বোর্ড কর্তার মন্তব্যে চাঞ্চল্য

বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচের পরেই হয়তো ধোনি বলে দিতে পারেন, অনেক হয়েছে। আর নয়।

Advertisement

সংবাদসংস্থা

বার্মিংহ্যাম শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ১৯:৪৫
Share:

ধোনির অবসর ঘিরে চলছে জোর জল্পনা। ছবি: এএফপি।

মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে হঠাৎই প্রবল জল্পনা। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর দিনই খবর ছড়িয়ে পড়ে, চলতি বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচই হয়তো জাতীয় দলের জার্সিতে ধোনিরও শেষ ম্যাচ।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক বর্ষীয়ান কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘এমএস ধোনিকে নিয়ে কিছু বলাই সম্ভব নয়। বিশ্বকাপের পরে ধোনির খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনটি ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিল ধোনি। তাই এই মুহূর্তে ধোনিকে নিয়ে কিছু বলা খুবই কঠিন।’’

চার বছর আগে মেলবোর্ন টেস্টের পরে সবাইকে অবাক করে দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। দু’ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগেই ওয়ানডে এবং টিটোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন মাহি। তেমনই বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচের পরেই হয়তো ধোনি বলে দিতে পারেন, অনেক হয়েছে। আর নয়। ধোনি যে কখন কোন সিদ্ধান্ত নেবেন, তার আভাস কেউ পাবেন না।

Advertisement

বিসিসিআই কর্তার এমন মন্তব্য প্রবল আলোড়ন তৈরি করে ভারতীয় ক্রিকেটমহলে। যদিও টিম ম্যানেজমেন্ট ধোনির অবসর নিয়ে মুখে কুলুপ এঁটেছে। বিশ্বকাপে শেষ চারে পৌঁছে গিয়েছে ভারত। সামনে আরও কঠিন পরীক্ষা। এরকম পরিস্থিতিতে ধোনির অবসর নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মাথাই ঘামাতে চাইছে না। পিটিআই-এর রিপোর্টে লেখা হয়েছে, ১৪ জুলাই লর্ডসে ভারত বিশ্বকাপ জিতলে ধোনিকে দারুণ একটা ফেয়ারওয়েল দেওয়া হবে।

সেমিফাইনালে যাবে পাকিস্তান? জটিল অঙ্ক ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে

চলতি বিশ্বকাপে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ধোনির। নিয়ম করে প্রতিটি ম্যাচে তাঁকে নিয়ে সমালোচনা হচ্ছে। সাতটি ম্যাচ থেকে বিশ্বের সেরা ‘ফিনিশার’-এর সংগ্রহ ২২৩ রান। স্ট্রাইক রেট ৯৩-এর সামান্য বেশি। নিন্দুকরা অবশ্য অন্য কথা বলছেন। ধোনি স্ট্রাইক রোটেট করতে পারছেন না। ডেথ ওভারেও আগের মতো ভয়ঙ্কর নন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিং দেখে সচিন তেন্ডুলকর ধোনির সমালোচনা করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষের দিকে রান তাড়া করার ধরনধারণ দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সচিন অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ধোনির ব্যাটিং দেখে প্রশংসাই করেছেন। বিশ্বকাপের পরে অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান সিলেকশন কমিটির মেয়াদ। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরে নতুন করে দল গঠন করতে চাইবে। পরের বছর অস্ট্রেলিয়ায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য নতুনদের কি জায়গা ছেড়ে দেবেন ধোনি? বিশ্বকাপের শেষ চারে ভারত পৌঁছে গেলেও ধোনির অবসর নিয়ে জল্পনা কিন্তু থামছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন