ICC World Cup 2019

৭ ম্যাচে ১ উইকেট, ব্যাট হাতে ১৯ রান, শুধুমাত্র অধিনায়ক বলেই কি দলে মোর্তাজা?

এই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটি মাত্র উইকেট পেয়েছেন মাশরাফে মর্তুজা। ১০ নম্বরে ব্যাট করতে নেমে সব মিলিয়ে করেছেন ১৯ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ১২:২৩
Share:

ফর্ম নিয়ে চিন্তায় মোর্তাজা। ছবি: এপি

বার্মিংহ্যামে বাংলাদেশের মরণ-বাঁচন ম্যাচে হারের জন্য সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। সেই হারের পিছনের কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে বার বার উঠে আসছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফে মোর্তাজার নাম। এই ম্যাচে প্রথম ওভারেই বল করতে এসে ১০ রান দেন তিনি। ডিপ স্কোয়ার লেগে রোহিতের সপাটে করা পুল বুঝিয়ে দেয় মাশরাফের পক্ষে রোহিতকে আটকানো মুশকিল। সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে সরিয়ে সইফুদ্দিনকে নিয়ে আসেন। কিন্তু তিনিও চার ওভারে ২৫ রান দিলে আবার বল করতে ফিরে আসেন বাংলাদেশ অধিনায়ক। এসেই আবার দিয়ে দেন ১০ রান। তাঁর করা ৫ ওভারে ভারত নেয় ৩৬ রান। দলে বোলার হিসেবে থাকা মর্তুজা পুরো ১০ ওভার বল করার মতো সাহস দেখাতেও ব্যর্থ। রুবেল এবং মুস্তাফিজুরের মতো বোলার দলে থাকতেও তাঁদের ঠিক মতো ব্যবহারই করতে পারলেন না তিনি।

Advertisement

এই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটি মাত্র উইকেট পেয়েছেন মাশরাফে মোর্তাজা। ১০ নম্বরে ব্যাট করতে নেমে সব মিলিয়ে করেছেন ১৯ রান। ব্যাট-বল সবেতেই ব্যর্থ তিনি। ৩৫ বছরের মোর্তাজাকে শুধুমাত্র অধিনায়ক হিসেবে দলে রেখে বাংলাদেশ হয়তো দল হিসেবেও ভুগছে। কারণ মাশরাফে খেলা মানে কার্যত দশ জনে খেলছে বেঙ্গল টাইগাররা। দলে টেস্ট ও টি-২০ অধিনায়ক শাকিব থাকলেও মর্তুজাকেই একদিনের অধিনায়ক রেখেছে বাংলাদেশ। কিন্তু একজন অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব করতে পারেন না, তখন গোটা দলের মনোবলেও আঘাত লাগা স্বাভাবিক।

২০০৭-এর বিশ্বকাপে একাই ৪ উইকেট নিয়ে ভারতকে উড়িয়ে দিয়েছিলেন ২৩ বছরের মর্তুজা। কিন্তু এখন সেই মাশরাফে যেন শুধুই সেই দিনের ছায়া। প্রশ্ন আরও উঠছে তাঁর দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে। ৪৪তম ওভারে ভুবির প্রথম বলটাই ছয় মেরে পরের বলেও মারতে যান তিনি। এবং বল ব্যাট ছুঁয়ে ধরা পরে ধোনির গ্লাভসে। উল্টো দিকে তখন ২৮ বলে ৩৩ করা সইফুদ্দিন সঙ্গী খুঁজছেন ম্যাচ শেষ করার। মোর্তাজার এই দায়িত্বজ্ঞানহীন শট ক্রিজে নিয়ে আসে রুবেল, মুস্তাফিজুরদের। যাঁদের ফেরাতে বেশি সময় নেননি এই ম্যাচে ৪ উইকেট নেওয়া বুমরা।

Advertisement

আরও পড়ুন: রোহিতের সেঞ্চুরি না বুম বুম বুমরা... ভারতের জয়ের প্রধান কারণ কী

এই বিশ্বকাপই মধ্য তিরিশের মোর্তাজার যে শেষ বিশ্বকাপ তা বলাই যায়। তবে এই বিশ্বকাপে আসার আগেও ফর্মে ছিলেন না তিনি। নিয়মিত উইকেটও পাচ্ছিলেন না। দলে আরও বোলার থাকলেও অধিনায়ক মোর্তাজাই শুরু করছেন বার বার এবং ব্যর্থ হচ্ছেন। এই জায়গাটা নিয়ে এ বার ভাবতেই হবে বাংলাদেশকে।

আরও পড়ুন: নেমারহীন ব্রাজিলের কাছে উড়ে গেল মেসির আর্জেন্টিনা, কোপা ফাইনালে সেলেকাওরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন