রাহানে

এটা নয়, লর্ডসের সেঞ্চুরিটাই সেরা: রাহানে

অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানের ইনিংসটাই অজিঙ্ক রাহানের সেরা টেস্ট ইনিংস। কিন্তু রাহানে নিজে সেটা মনে করছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মেলবোর্ন শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
Share:

লর্ডসের শতরানকেই সেরা মনে করেন রাহানে। ছবি এএফপি

অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানের ইনিংসটাই অজিঙ্ক রাহানের সেরা টেস্ট ইনিংস। কিন্তু রাহানে নিজে সেটা মনে করছেন না। তাঁর মতে, ২০১৪ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তাঁর শতরানটাই সেরা।

Advertisement

সোমবার তৃতীয় দিনের খেলার পরে রাহানে বলেন, ‘‘এই সে়ঞ্চুরিটা অবশ্যই স্পেশ্যাল। যেকোনও সেঞ্চুরিই স্পেশ্যাল। তবু মনে করি, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিটা আমার কেরিয়ারের সেরা। ওই টেস্টে খুব কম রানে আমাদের ৪ উইকেট পড়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াই।’’

অস্ট্রেলিয়া মাত্র ২ রানে এগিয়ে, হাতে ৪ উইকেট। চতুর্থ দিন শুরুতেই তাদের বাকি ইনিংস শেষ করে দিয়ে ভারত সাড়ে তিন দিনে ম্যাচ জিতে যেতে পারে। কিন্তু কাজটা অত সহজ হবে না মনে করছেন রাহানে। বলেন, ‘‘এখনও খেলা শেষ হয়নি। এখনও ৪টে উইকট তুলে নিতে হবে।’’

Advertisement

আরও খবর: ডিআরএস নিয়ে অখুশি সচিন, চাইলেন আইসিসি-র হস্তক্ষেপ

আরও খবর: ফের চোটের ধাক্কা, খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেলেন উমেশ যাদব

রাহানেকে রান আউট হতে হয়। তখন সঙ্গী ছিলেন রবীন্দ্র জাডেজা। ক্রিকেট বিশেষজ্ঞ-সহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, জাডেজার জন্যই রান আউট হতে হয়েছে রাহানেকে। ওই রান জাডেজা না নিলেও পারতেন। এই প্রসঙ্গে রাহানে বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম, আমি ঢুকে গিয়েছি। কিন্তু একটুর জন্য রান আউট হতে হল। জাডেজাকে বলেছিলাম, এটা নিয়ে না ভাবতে এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলে রান এগিয়ে নিয়ে যেতে।’’

বিরাট কোহালি দেশে ফিরে আসায় বাকি সিরিজে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। মেলবোর্ন টেস্টে তাঁর অধিনায়কত্ব সবার প্রশংসা কুড়িয়েছে। রাহানে বলেন, ‘‘ক্যাপ্টেন্সি মানেই নিজের সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করা। পুরোটাই বোলারদের কৃতিত্ব। একেবারে সঠিক জায়গায় বল করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন