India Bid for Olympics 2036

২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দৌড়ে সরকারি ভাবে ঢুকে পড়ল ভারত, বাছা হয়ে গেল আয়োজক শহরও

২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। সরকারি ভাবে আবেদন করেছে তারা। গুজরাতের অহমদাবাদে অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:৫৪
Share:

অলিম্পিক্স আয়োজনের দৌড়ে ভারত। —ফাইল চিত্র।

এত দিন জল্পনা চলছিল। এ বার সরকারি ভাবে জানা গেল, ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। গুজরাতের অহমদাবাদে অলিম্পিক্স আয়োজন করতে চায় তারা। মঙ্গলবার সুইৎজ়ারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে দেখা করেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রতিনিধিরা।

Advertisement

ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও গুজরাত সরকারের আধিকারিক। সেখানে সরকারি ভাবে আবেদন করেছেন তাঁরা। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তার পরের অলিম্পিক্স নিজেদের দেশে করতে চায় ভারত। সেই চেষ্টাই চলছে।

অলিম্পিক্সের আয়োজন করতে হলে অনেক নিয়ম মানতে হয়। গেমস ভিলেজ থেকে শুরু করে আরও অনেক কিছু তৈরি করতে হয়। সেই সব প্রক্রিয়া জেনে নিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। এখনও পর্যন্ত ভারতে কখনও অলিম্পিক্স হয়নি। যদি ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজন ভারত করতে পারে তা হলে এই দেশের ক্রীড়াপ্রেমী মানুষ প্রথম বার দেশের মাটিতে এই প্রতিযোগিতা দেখবে।

Advertisement

ঊষা বলেছেন, “ভারতে অলিম্পিক্স হলে সেটা এ দেশের মানুষের কাছে এক অনন্য অভিজ্ঞতা হবে। ভারতের খেলাধুলোয় তার ইতিবাচক প্রভাব পড়বে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে ভারতে অলিম্পিক্সের আয়োজন করা যায়।”

তবে ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজনের জন্য আরও অনেক দেশের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে। কারণ, ভারত ছাড়াও সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও চিলি ২০৩৬ সালের অলিম্পিক্সের আয়োজন করতে চায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement