India vs England 2021

সিরিজ জিততে বোলিং বিভাগে পরিবর্তন? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

শেষ ম্যাচে দলে পরিবর্তন করবে ভারত? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৯:২১
Share:
০১ ১১

সিরিজ জেতার জন্য শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ। অইন মর্গ্যানহীন ইংল্যান্ড দল দ্বিতীয় ম্যাচে ভারতের বিশাল রান তাড়া করে ম্যাচ জিতে নিল সহজেই। শেষ ম্যাচে দলে পরিবর্তন করবে ভারত? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।

০২ ১১

শিখর ধওয়ন: প্রথম ম্যাচে একটুর জন্য শতরান পাননি। দ্বিতীয় ম্যাচে শুরুতে ফিরে গেলেও। ওপেনিংয়ে তাঁর ওপরেই ভরসা রাখছে দল।

Advertisement
০৩ ১১

রোহিত শর্মা: রোহিত, শিখর জুটির ওপরেই ভরসা রাখছেন বিরাট কোহলী। সিরিজ শুরুর আগেই সেই কথা জানিয়েছিলেন তিনি।

০৪ ১১

বিরাট কোহলী: অর্ধ শতরান এলেও কোহলীর ব্যাটে এখনও অধরা শতরান। শেষ ম্যাচে সেই শতরান কী পাবেন তিনি?

০৫ ১১

লোকেশ রাহুল: ছন্দ নেই বলে সমালোচকদের তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে গোটা টি২০ সিরিজে। পুণেতে তাঁদের উত্তর দিলেন রাহুল। তাঁকে বাদ দেওয়ার চিন্তা করবেন না কোহলী।

০৬ ১১

ঋষভ পন্থ: শ্রেয়সের চোট সুযোগ এনে দেয় তাঁর সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে বুঝিয়ে দিলেন সব ধরনের ক্রিকেটের জন্যই তৈরি তিনি।

০৭ ১১

হার্দিক পাণ্ড্য: ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে। এমন অলরাউন্ডারকে বাদ দেওয়ার কথা ভাববেন কি কোহলীরা?

০৮ ১১

ওয়াশিংটন সুন্দর: কুলদীপ ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দিয়ে দলে নেওয়া হতে পারে সুন্দরকে। দরকারে ব্যাট হাতেও কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।

০৯ ১১

শার্দূল ঠাকুর: বল হাতে যেমন পারদর্শী, তেমনই ব্যাট হাতেও কার্যকরী। এমন ক্রিকেটারকে রেখেই দল গড়তে চাইবে ভারত।

১০ ১১

ভুবনেশ্বর কুমার: শামি, বুমরাদের অনুপস্থিতিতে তিনিই ছিলেন অভিজ্ঞতম পেসার। শুরুতে উইকেট নিতে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে তাঁকে রেখেই দল গড়তে পারে ভারত।

১১ ১১

প্রসিদ্ধ কৃষ্ণ: অভিষেকেই নিয়েছিলেন ৪ উইকেট। পরের ম্যাচে সেই ভাবে ছাপ ফেলতে না পারলেও আরও একটা সুযোগ পেতেই পারেন তরুণ পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement