India vs England 2021

India vs England 2021: বার বার মাঠে ঢুকে বাধা দিচ্ছিলেন কোহলীদের খেলায়, কে এই ‘জারভো ৬৯’?

ভারত-ইংল্যান্ড সিরিজ যাঁরা মন দিয়ে দেখছেন, তাঁদের কাছে এই ব্যক্তি অপরিচিত নন। তবে তাঁর আসল পরিচয় অনেকেই জানেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৯:৩১
Share:

জারভোকে ধরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ছবি টুইটার

লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে তাঁকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। চা-বিরতির পর তখন একে একে ভারতীয় ক্রিকেটাররা ব্যালকনি দিয়ে নামছেন। তিনি দর্শকাসন থেকে দিব্যি হেলতে-দুলতে মাঠে ঢুকে পড়লেন। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতেও দাঁড়িয়ে পড়লেন। গায়ে ভারতীয় দলের জার্সি। পিঠে লেখা ‘জারভো’। এরকম নামে তো ভারতীয় দলে কেউ নেই। তাহলে ইনি কোথা থেকে এলেন?

Advertisement

নাটকের আরও বাকি ছিল। লর্ডসের পর লিডসেও তিনি হাজির। এ বার পোশাক পাল্টে। রোহিত শর্মা তখন আউট হয়ে ফিরছেন। বিরাট কোহলী মাঠে নামেননি। তিনি দিব্যি দর্শকাসন থেকে ব্যাট হাতে, হেলমেট পরে নেমে পড়লেন মাঠে। ক্রিজে গিয়ে স্টান্স নেওয়া শুরু করে দিলেন। আম্পায়াররা তাৎক্ষণিক ভাবে হতচকিত হয়ে গেলেও কিছুক্ষণ বাদেই ‘অপরাধী’কে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বের করে দেওয়া হল মাঠ থেকে। দু’টি ঘটনায় কোনও বারই অবশ্য স্বেচ্ছায় মাঠ ছেড়ে যেতে রাজি হননি তিনি।

ভারত-ইংল্যান্ড সিরিজ যাঁরা মন দিয়ে দেখছেন, তাঁদের কাছে এই ব্যক্তি অপরিচিত নন। তবে তাঁর আসল পরিচয় অনেকেই জানেন না। তাঁর আসল নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি এক ইংরেজ ক্রিকেট অনুরাগী এবং ভারতীয় দলের সমর্থক। পাশাপাশি টুইটার অ্যাকাউন্টে তাঁর দাবি, পেশায় তিনি কৌতুকাভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং ইউটিউবার। লর্ডস এবং লিডসে তাঁর মাঠে ঢোকার ঘটনা পুরোটাই ইচ্ছাকৃত। ভিডিয়ো বানানোর জন্যেই তিনি মাঠে ঢুকেছিলেন।

Advertisement

তাঁর ইউটিউব অ্যাকাউন্টে গেলে দেখা যাবে, এরকম বহু মজার ভিডিয়ো রয়েছে। বহু প্রতিযোগিতায় এ ভাবেই ম্যাচ চলাকালীন তিনি ভেতরে ঢুকে পড়েছেন। তাঁকে সামলাতে গিয়ে পুলিশকে নাকানি-চোবানি খেতে হয়েছে। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা কম হলেও ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন প্রায় ১ লক্ষ ৬ হাজার মানুষ। তবে ভিডিয়ো লক্ষ লক্ষ মানুষ দেখেন।

ভারতের বিরুদ্ধে মাঠে ঢোকার অপরাধ হিসেবে তাঁকে শাস্তিও পেতে হয়েছে। ইয়র্কশায়ার কাউন্টি তাঁকে আজীবনের জন্য স্টেডিয়ামে ঢোকা থেকে নির্বাসিত করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন